বিজ্ঞাপন

ভাবনায় ভাসছে কমলা রকেট

June 19, 2018 | 4:58 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

মাত্র তিনটি হলে চলছে কমলা রকেট। প্রথম দিনের প্রথম শোতে আশানুরূপ সাড়া না পেলেও দুপুরের পর থেকেই পাল্টে যেতে থাকে দৃশ্যপট। দ্বিতীয় শোতে সবগুলো হলেই দর্শক স্রোত বাড়তে থাকে। বাণিজ্যিক ঘরানার বাইরের এই ছবিটি দেখতেও প্রেক্ষাগৃহ হয় দর্শকপূর্ণ।

কমলা রকেট মূলত একটি ছায়া পৃথিবীর গল্প। একটি শতবর্ষী জলযানে আটকে পড়া মানুষের স্বরূপ উন্মোচনের চেষ্টা রয়েছে এই ছবিতে। এর উপস্থাপন ঠিক মূল ধারার বাণিজ্যিক সিনেমার মতো না হলেও চলচ্চিত্রটি দেখে আপ্লুত হয়েছে দর্শকেরা।

কাকরাইলের রাজিয়া হলে কমলা রকেট দেখেছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী হাবিবা শাওন। ছবিটি দেখে যারপরনাই মুগ্ধ হয়েছেন তিনি। সারাবাংলাকে তিনি বলেছেন, ‘অনেকদিন পর একটি সিনেমা দেখে ভালো লেগেছে। কমলা রকেট গভীর মনোযোগে দেখার সিনেমা।’

বিজ্ঞাপন

স্টার সিনেপ্লেক্সে কমলা রকেট দেখা হাসিব আব্দুল্লাহও দিলেন কাছাকাছি বক্তব্য। বললেন, ‘কমলা রকেটে ভাবনার রসদ রয়েছে। এই সিনেমায় হালকা চালে জীবনের কিছু তিক্ত সত্য তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। সবার অভিনয়ও ছিলো চমৎকার। আমার মতো দর্শকদের জন্য এটি পয়সা ‍উসুল সিনেমা।’

স্টার সিনেপ্লেক্সের বিপনন কর্মকর্তা মেজবাহ উদ্দীন আহমেদ জানিয়েছেন, কমলা রকেট বেশ ভালো সাড়া পাচ্ছে তার প্রেক্ষাগৃহে। অন্য ছবিগুলোর তুলনায় দর্শক টানতে না পাড়লেও কমলা রকেট যারা দেখছেন তারা হল ছাড়ছেন সন্তুষ্ট মনে। তার মতে, ঈদের সময়ে এই ছবি ভিন্ন রূচির দর্শকেদের জন্য বিনোদনের সবচেয়ে বড় উপলক্ষ্য।

কমলা রকেট পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু। এটিই তার নির্মিত প্রথম সিনেমা। প্রথম কাজেই এতোটা প্রশংসা পাবেন তা আশা করেননি মিঠু। সারাবাংলাকে এই নির্মাতা বলেন, ‌‘ছবিটি সবাই দেখছে এটাই আনন্দের। প্রথম কাজে যে পরিমান সাড়া পাচ্ছি তাতে আমি অভিভুত। পরের কাজ গুলোতে এই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো।’

বিজ্ঞাপন

কমলা রকেট ইমপ্রেস টেলিফিল্মের অর্থায়নে নির্মিত চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশারফ করিম, সামিয়া সাঈদ, জয়রাজসহ আরও অনেকে। শাহদুজ্জামানের ‘সাইপ্রাস’ ও ‘মৌলিক’ নামের দুটো ছোট গল্প থেকে নেয়া হয়েছে কমলা রকেটের চিত্রনাট্য।

সারাবাংলা/টিএস/এএসজি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন