বিজ্ঞাপন

আইসিএমএবি চট্টগ্রাম শাখার সম্মেলন অনুষ্ঠিত

December 2, 2023 | 1:07 pm

সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উত্তরণের উপায় শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) চট্টগ্রাম শাখা শুক্রবার (১ ডিসেম্বর) এ সম্মেলনের আয়োজন করে।

বিজ্ঞাপন

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেন, ‘স্মার্ট বাংলাদেশ একটি কৌশলগত উদ্দেশ্য। যাতে সমষ্টিগত অর্থনৈতিক সমৃদ্ধি অব্যাহত রাখতে শিক্ষা, স্বাস্থ্য সেবা, ব্যবসার সহজীকরণ ও বিকেন্দ্রীয়করণ, মানব সম্পদের উন্নয়ন ও কারিগরী দক্ষতা এবং সৃজনশীলতায় উৎসাহিত করা তথাপি পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা।’

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও আইসিএমএবির সভাপতি আব্দুর রহমান খান বলেন, ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে পৌঁছাতে আইটি, ঔষধ এবং নবায়নযোগ্য শক্তির মাধ্যমে পণ্য এবং সেবার বৈচিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আইল্যান্ড সিকিউরিটিসের চেয়ারম্যান মো. মহিউদ্দিন বলেন, ‘পুঁজিবাজারের প্রশাসনিক শক্তি এবং বিনিয়োগকারীদের শিক্ষা দ্বারা বিশ্বাসযোগ্যতা অর্জনের মাধ্যমে ট্রিলিয়ন ডলারের লক্ষ্যের শর্ত অন্তঃনিহিত রয়েছে।’

বিজ্ঞাপন

প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, ‘তৈরী পোশাক ও বস্ত্র খাতের প্রযুক্তিগত উন্নয়নের উপর জোর দিতে হবে। কারণ এ খাতগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য অবদান রাখে।’

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শান্তা এসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খান।

এছাড়া ট্রিলিয়ন ডলার অর্থনীতি হওয়ার জন্য টেকসই অর্থায়নের উপর প্রবন্ধ উপস্থাপন করেন মাহতাব উদ্দিন আহমেদ। সেশনটি পরিচালনা করেন ইমতিয়াজ আলম। আলোচক ছিলেন কাউসার আলম।”

বিজ্ঞাপন

‘স্মার্ট অর্থনীতির জন্য সমন্বিত প্রতিবেদন’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন ইলিয়াস আহমেদ এবং অদিতি হালদার। সেশনটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ, মডারেটর মো. সেলিম এবং আলোচক এম জাহাঙ্গীর আলম ওই সেশনে অংশ নেন।

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এবং ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান সেলিম উদ্দিনের

সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল (সিবিসি) চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ও প্রদীপ পাল।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এনইউ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন