বিজ্ঞাপন

ইজারাদারকে প্রধান আসামি করে পোস্তগোলায় সংঘর্ষের ঘটনায় মামলা

October 28, 2018 | 2:56 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: পোস্তগোলা ব্রিজের গোড়ায় পরিবহন শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় টোল প্লাজার ইজারাদার ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলমকে প্রধান আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছে পুলিশ।

রোববার (২৮ অক্টোবর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত শুক্রবার পোস্তগোলা এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় হয়েছে, প্রধান আসামি করা হয়েছে টোল ইজারাদারকে। আরও ৩০ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়াও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।’

বিজ্ঞাপন

ঘটনাস্থলে গুলিবিদ্ধ নারী ছাড়া বাকি অধিকাংশ গুলিবিদ্ধদেরও আসামি করা হয়েছে, বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘ইজারাদার হঠাৎ করে টোল বাড়িয়ে দিয়েছে। এ অভিযোগে পরিবহন শ্রমিকরা আন্দোলন শুরু করে এবং সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে শ্রমিকরা পুলিশের ওপর হামলা করে। তার দাবি, ইজারাদারের লোকজন এসে শ্রমিকদের ওপর হামলা করে এবং গুলি করে। পুলিশের গুলিতে কেউ আহত বা নিহত হয়নি।’

আরেক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘যারা গুলিবিদ্ধ হয়েছে তাদেরও আসামি করা হয়েছে এজন্য যে তারাও পুলিশের ওপর হামলা করেছে। এতে অনেক পুলিশ সদস্য আহত হয়েছে।’

বিজ্ঞাপন

এদিকে মামলার প্রধান আসামি ইজারাদার মোহাম্মদ আলম মোবাইলে সারাবাংলাকে বলেন, ‘সংঘর্ষ হলো শ্রমিক-পুলিশ আর মামলার প্রধান আসামি হলাম আমি। পুলিশ আন্দোলন ঠেকাতে ব্যর্থ হওয়ার পর এখন মামলা দিলো ইজাদারকে প্রধান আসামি করে। এর জন্য আমি লড়বো। আমি সরকারের কাছে টোল আদায়ের ইজারা নিয়েছি। এখানে আমি গুণ্ডামি চাঁদাবাজি করতে বসিনি।’

গত শুক্রবার (২৮ অক্টোবর) পোস্তগোলা ব্রিজের কেরানীগঞ্জ অংশে বর্ধিত টোল ফি বাতিলের দাবিতে আন্দোলনের সময় পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়া হয় বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অন্তত ১৫ জন আহত হয় এবং একজন ট্রাক চালক নিহত হয়।

সারাবাংলা/ইউজে/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন