বিজ্ঞাপন

জাতীয় প্রেস ক্লাব এলাকায় ২ সাংবাদিক হামলার শিকার

December 4, 2022 | 10:00 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় প্রেস ক্লাব এলাকায় হামলার শিকার হয়েছেন মানবজমিনের প্রতিবেদক আব্দুল্লা আল মারুফ ও ইত্তেফাকের প্রতিবেদক হাসিব প্রান্থ। তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রোববার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাব এলাকার অতিথি শিল্পগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, প্রেস ক্লাবের সামনে ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহক অধিকার সংরক্ষণ পরিষদের মানবন্ধন চলছিল। এ সময় অপর পাশে সচেতন নাগরিক সমাজের নামে ‘বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন’ এমন ব্যানারে কর্মসূচি পালন করছিল একদল যুবক। এ সময় এসব কর্মসূচির খবর সংগ্রহে থাকা ওই দুই সাংবাদিক হামলার শিকার হন। তাদের ভাষ্য, জয় বাংলা স্লোগান দিয়ে তাদের ওপর আক্রমণ করা হয়েছে।

আহত দুই সাংবাদিক জানান, ‘সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে মহানগর দক্ষিণ ছাত্রলীগের মানববন্ধন চলছিল। সেই নিউজ কাভার করছিলেন। তখন তাদের নিজেদের মধ্যে মারামারি শুরু হয়। মারামারির মুঠোফোনে দৃশ্যধারণ করতে আরম্ভ করেন। তখনই ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে মারধর করে দুজনেরই মোবাইল ফোন ও ট্রাইপড ছিনিয়ে নেয়। এছাড়া পান্থর পকেটে থাকা ১০ হাজার ৩শ টাকা ছিনিয়ে নেয়।

হামলার শিকার মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ সাংবাদিকদের বলেন, ‘প্রেস ক্লাব এলাকায় আমরা নিউজ কাভার করতে আসি। এ সময় ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডারদের একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমরা মানববন্ধনের নিউজ কাভার করার জন্য দাঁড়ালে মুহূর্তে কয়েকশ ছেলে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা শুরু করে। আমরা সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও আমাদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় তারা আমার দুটি মোবাইলফোন, মানিব্যাগ, আইডি কার্ড ও সঙ্গে থাকা আরেকটি ব্যাগ নিয়ে যায়।’

বিজ্ঞাপন

ইত্তেফাকের প্রতিবেদক হাসিব প্রান্থ বলেন, ‘আমার আইফোন ইলেভেন প্রো, মানিব্যাগের ১০ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়। তারা আমার ওপর অতর্কিত হামলা চালায়। পুলিশের সামনে এই হামলার ঘটনা ঘটলেও পুলিশ নীরব ভূমিকা পালন করে।’

জানা গেছে, হামলার সময় জাগো নিউজের প্রতিবেদকের মোবাইলফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশের সহযোগিতায় ফোন ফিরিয়ে দেন হামলাকারীরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহতদের মাথায় ও শরীরে মারধরের আঘাত ছিল। দুইজন জরুরি বিভাগের নিউরোসার্জারি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/আরএফ/ইএইচটি/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন