বিজ্ঞাপন

জামার্নির দুর্দিন চলছেই

October 17, 2018 | 12:54 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে হেরে গেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। পিছিয়ে পড়েও ২-১ গোলের দুর্দান্ত জয় তুলে নিয়েছে ফরাসিরা। উয়েফা নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে অ্যান্তোনিও গ্রিজম্যান-কাইলিয়ান এমবাপে-পল পগবারা। নিজেদের আগের ম্যাচে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের বিশ্ব চ্যাম্পিয়ন শিষ্যরা।

‘এ’ লিগের গ্রুপ-১ এর ম্যাচে জার্মানির ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় দুদলের মধ্যে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। এবার ফ্রান্সের প্যারিসে ২-১ গোলে হেরে গেল জোয়াকিম লোর শিষ্যরা। এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল জার্মানরা।

প্রথমার্ধে জার্মানির হয়ে গোল করেন রিয়াল মাদ্রিদের তারকা টনি ক্রুস। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন অ্যাতলেতিকো মাদ্রিদের ফরাসি তারকা গ্রিজমান।

বিজ্ঞাপন

ম্যাচের ১৩তম মিনিটে লিড নেয় জার্মানি। লেরয় সানের শটে ফরাসি তারকা পল পগবার হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যদিও সিদ্ধান্তটা যথেষ্ট বিতর্কিত ছিল। সুযোগটি কাজে লাগান ক্রুস। ২০ মিনিটের মাথায় লেরয় সানে আবারো বল বানিয়ে দেন টিমো ভার্নারকে। তবে, এবার গোল হতে দেননি ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস।

বিরতির পর ৬২তম মিনিটে সমতায় ফেরে ফ্রান্স। লুকা হার্নান্দেজের বাড়ানো ক্রস থেকে হেড করে গোল করেন গ্রিজম্যান। জাতীয় দলের হয়ে এটি গ্রিজম্যানের ২৫তম গোল। ৮০তম মিনিটের মাথায় ডি-বক্সের মধ্যে ব্লেইস মাতুইদিকে ডিফেন্ডার ম্যাচ হুমেলস ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগ কাজে লাগাতে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়েরকে ফাঁকি দেন গ্রিজম্যান। ২-১ গোলের লিড নেয় ফরাসিরা।

দুই দলই আক্রমণ, পাল্টা আক্রমণ চালিয়েছে এরপর। কিন্তু, ফ্রান্স পারেনি ব্যবধান বাড়াতে আর জার্মানি পারেনি সমতায় ফিরতে। ২-১ স্কোরে জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

বিজ্ঞাপন

‘এ’ গ্রুপে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ফ্রান্স। দুইয়ে থাকা নেদারল্যান্ডসের পয়েন্ট ৩। আর তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে তলানিতে জার্মানি।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন