বিজ্ঞাপন

টেস্ট অধিনায়কত্ব গর্বের বিষয়: লিটন

June 12, 2023 | 6:17 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

আগেই অবশ্য বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন তিনি। এবার অধিনায়কত্ব করতে যাচ্ছেন টেস্ট ক্রিকেটে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে আসন্ন আফগানিস্তান টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন। ডানহাতি টপ অর্ডার ব্যাটার বলেছেন, টেস্টে দেশকে নেতৃত্ব দিতে পারাটা গর্বের।

বিজ্ঞাপন

আঙুলের চোটের কারণে আফগানিস্তান টেস্টে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। বৃষ্টির কারণে আজ দিনের অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল।

সোমবার (১২ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত দিনে সংবাদ সম্মেলনে এসে এক প্রশ্নের উত্তরে লিটন বলছিলেন, ‘(টেস্টে নেতৃত্ব পাওয়া) খুব বিশেষ কিছু না। তবে এটা তো অবশ্য একটা ভালো লাগার ব্যাপার কাজ করে। টেস্ট ক্রিকেটকে সবাই প্রধান্য দেয়। টেস্ট ক্রিকেটার হওয়াটাই অনেক বড় বিষয়। তার মধ্যে দেশের হয়ে অধিনায়কত্ব করা এটা তো অবশ্যই গর্বের বিষয়।’

লিটন বলেন, ‘টেস্ট ক্রিকেটটা হচ্ছে অবশ্যই গর্বের খেলা। আমি সবসময় অনুভব করি এটা গর্বের খেলা। দেশের হয়ে খেলাটাই অনেক গর্বের, তার মধ্যে টেস্ট ক্রিকেট। এটা নিয়ে ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য অনেক বড়। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করবো সবসময়।’

বিজ্ঞাপন

বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক লিটন। ফলে মাঠে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টুকটাক অধিনায়কত্ব করা হয়েছেও তার। ফলে এবার টেস্টে নেতৃত্ব দিতে গিয়ে স্নায়ূচাপে ভুগতে হবে না মনে করছেন লিটন।

লিটন বলেন, ‘এরকম কোনো কিছুই ছিল না। এমনও হয়েছে যে সাকিব ভাই মাঠের বাইরে গেছেন, তখন আমাকে ১-২ ওভার হলেও অধিনায়কত্ব করতে হয়েছে। এটা নিয়ে তাই চিন্তা হয়নি।’

লিটন টেস্ট দলের অধিনায়কত্ব করতে যাচ্ছেন। তবে তার উঠে আসাটা মোটেও সহজ ছিল না। ২০১৫ সালে টেস্ট দলে অভিষেক। অভিষেকের পর আন্তর্জাতিক পর্যায়ে অনেকদিন প্রত্যাশামতো খেলতে পারেননি। ক্যারিয়ারের শুরুর দিকে রান পাচ্ছিলেন না বলে কম সমালোচনা সহ্য করতে হয়নি।

বিজ্ঞাপন

তবে ধীরে ধীরে ঠিকই নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। লিটন বলেন, ‘জার্নিটা খুব একটা সহজ ছিল না। উত্থান-পতন সবসময় ছিল। সামনেও থাকবে। আমি এটাতে বিশ্বাস করে আপনি যদি ব্যর্থ না হন তাহলে শিখতে পারবেন না। আমি সবসময় ব্যর্থতাকে স্বাগতম জানাই। ব্যর্থ হলে পরবর্তীতে আমি কি ভুল করতেছি শুধরাতে পারবো।’

উল্লেখ্য, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১৪ জুন থেকে।

সারাবাংলা/এসএইচএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চবি ছাত্রকে মারধরের পর হলের ছাদ থেকে ফেলা চেষ্টার অভিযোগহিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের ৪ নির্দেশনাঢাকার পয়ঃবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশরানা প্লাজা ধস: ভুক্তভোগীদের পুনর্বাসন ও মামলা নিষ্পত্তির দাবিগরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপিরকল্পনা চাকমা অপহরণ মামলা ২৮ বছর পর খারিজব্যাংক একীভূতকরণের নামে ঋণ খেলাপিদের দায়মুক্তি দেওয়া হচ্ছেন্যাপ বাস্তবায়নের জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা ও আইনি ভিত্তিকাদেরকে নিয়ে মন্তব্য, যাত্রী কল্যাণের মহাসচিবের বিরুদ্ধে জিডিজাহাজেই ফিরবেন ২৩ নাবিক, চলছে কয়লা খালাস সব খবর...
বিজ্ঞাপন