বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার হলেন হাবিবুর রহমান

September 20, 2023 | 2:20 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হলেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজি হাবিবুর রহমান। তিনি ৩৬তম কমিশনার হিসেবে যোগ দিবেন।

বিজ্ঞাপন

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, হাবিবুর রহমান ঢাকা জেলা পুলিশ সুপার, ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গোপালগঞ্জ সদরে বাড়ি এই পুলিশ কর্মকর্তার। তিনি ১৭তম বিসিএস এর মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন।

বিজ্ঞাপন

আগামী ১ অক্টোবর থেকে বর্তমান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হবে।

হাবিবুর রহমান (জন্ম ১ জানুয়ারি ১৯৬৭) বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি টুরিস্ট পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) হিসেবে বাংলাদেশ পুলিশে দায়িত্বরত আছেন। এছাড়াও ঢাকাস্থ সদর দফতরে উপ-মহাপরিদর্শক (প্রশাসন-ডিসিপ্লিন) হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি বাংলাদেশ কাবাডি ফেডারেশানের সাধারণ সম্পাদক এবং এশিয়ান কাবাডি ফেডারেশান এবং আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/ইআ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন