বিজ্ঞাপন

ঢাকা অচলের চিন্তা যারা করছে জনগণই তাদের অচল করে দিবে: কাদের

September 28, 2018 | 1:12 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: বিএনপির সাথে আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি সমাবেশ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা কোনো পাল্টাপাল্টি সমাবেশ করবো না। কিন্তু দেশের শান্তি যারা নষ্ট করবে, যারা দেশের মানুষের জানমালের নিরাপত্তাকে জিম্মি রেখে, মাঠ দখল ও ঢাকা অচল করার চিন্তা করবে জনগনই তাদের অচল করে দিবে।’

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডী ৩২ নম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের সমাজকল্যাণ কেন্দ্রীয় উপকমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে রিক্সা ও ভ্যান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,‘আমরা পাল্টাপাল্টি সমাবেশ করবো না। কাউন্টার কোনো মিটিং করবো না। সবজায়গায় সর্তক পাহারায় থাকবেন। কেউ যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। নৈরাজ্যের বিরুদ্ধে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে, গ্রামে গ্রামে জনগণের কাছে আমরা যাব। জনগণকে সন্ত্রাসের বিরুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ক্যাম্পেইন করবো এবং নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করবো।’

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, খবর আছে বিএনপির সাগরে ঢেউ নেই। মরাগাঙ্গে ঢেউ আসে না। বিএনপির আন্দোলন নেতিবাচক রাজনীতির জন্য মরাগাঙ্গে রুপ নিয়েছে, এই গাঙ্গে আর জোয়ার আসবে না।’

তিনি বলেন, ‘২০০৬ সালের পর থেকে ক্ষমতার ক্ষুধার জ্বালা বিএনপিকে উন্মাদ করে ফেলেছে। ক্ষমতায় আসার জন্য তারা আজকে উন্মাদের মত প্রলাপ করছে। বিএনপি অক্টোবরে নাকি মাঠ দখল করবে। ক্ষমতা ফিরে পেতে আবারও রঙ্গিন স্বপ্ন দেখছে মাঠ দখল করার। বাংলাদেশ অচল করবে ঢাকা অচল করবে।’

‘অক্টোবরের ১ তারিখ থেকে বিএনপি আন্দোলনে নামবে’বিএনপি নেতাদের এমন হুমকির প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে এই মুহূর্তে মানুষ নির্বাচনমুখী। এখন আন্দোলন করার মনমানসিকতা ভোটারদের মধ্যে নেই। নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্ততি নিচ্ছে। আন্দোলন কখন হয় যখন মানুষ অসন্তুষ্ট থাকে। কিন্তু এখন কারো মাঝে অসন্তোষ নেই। জনমনের কোনো ক্ষোভ নেই, অশান্তি নেই। অশান্তি শুধু বিএনপির ক্ষমতাকে কেন্দ্র করে। তারা ক্ষমতা চায়। তারা ক্ষমতাকে কেন্দ্র করে লুট পাটের রাজত্ব কায়েম করতে চায়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএমএইচ/জেএএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন