বিজ্ঞাপন

ঢামেক বার্ন ইউনিটে করোনা চিকিৎসার সিদ্ধান্ত স্থগিত

April 13, 2020 | 4:25 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে করোনা রোগীদের চিকিৎসার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক ডা. বিধান সরকার সারাবাংলাকে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

ডা. বিধান সরকার বলেন, ‘করোনা রোগীর চিকিৎসার জন্য ঢামেক বার্ন ইউনিটের রোগীদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার কথা থাকলেও সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্থগিত করেছে।’

তিনি বলেন, ‘ঢামেক বার্ন ইউনিট ১০০ শয্যার হাসপাতাল। সেখানে রোগী আছে প্রায় ৩০০। এতগুলো পোড়া রোগী হস্তান্তর করা খুবই কষ্টকর ব্যাপার। রোগীদের জন্যও খুব কষ্টকর। তাই হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত স্থগিত করেছে।’

ঢামেকের অধ্যক্ষ ডা. খান আবুল কালাম আজাদ বলেন, ‘বার্ন ইউনিটে অধিকাংশ পোড়া রোগী আছে। এদের মধ্যে অনেক রোগীর অবস্থা খুবই খারাপ। চিকিৎসকরা সার্বক্ষণিক তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। এসব রোগীদের টানা হ্যাঁচড়া তাদের জন্য খুবই রিস্কের ব্যাপার। তাই এ বিষয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। পরে তারা সিদ্ধান্তটি স্থগিত করেছে।’

বিজ্ঞাপন

এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) করোনাভাইরাসের মহামারির কারণে বর্তমান পরিস্থিতে রোগীদের সেবা দেওয়ার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট জরুরি ভিত্তিতে খালি করার নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। আর বার্ন ইউনিটের সব রোগীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আপতত রোগী স্থানান্তরের সিদ্ধান্ত স্থগিত করেছে করেছে মন্ত্রণালয়। এর আগে শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের কাছে আদেশ আসে করোনা রোগীদের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হবে। এজন্য আমরা শনিবার সকাল থেকে সব রোগীকে নতুন বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করার সিদ্ধন্ত নিয়েছিলাম।’

তিনি বলেন, ‘বার্ন ইউনিটে এখন তিনশ’ রোগী রয়েছে। এদের সবাইকে চিকিৎসা দেওয়ার জন্য শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রস্তুত আছে। ইনস্টিটিউটের ডাক্তার, নার্স, স্টাফ সবাইকেই প্রস্তুত রাখা হয়েছে। ঢামেকের রোগীদের স্থানান্তর করা হলে চিকিৎসার কোনো সমস্যা হবে না।’

বিজ্ঞাপন

এর আগে ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, করোনা সাসপেক্ট রোগীদের প্রথমে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে রাখা হবে। এর পর তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। এই পরীক্ষায় করোনা পজিটিভ পেলে সে অনুযায়ী রোগীর ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন