বিজ্ঞাপন

তিস্তা ইস্যু এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব

April 9, 2018 | 1:49 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পের্কে ঝুলে থাকা বিষয়ের আলোচনায় তিস্তা ইস্যু এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেসব গোখলে।

সোমবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেসব গোখলে দ্বিপাক্ষীক বৈঠক করেন।

তবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ‘তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই এ বিষয়ের সমাধান হবে।’

বিজ্ঞাপন

বৈঠক শেষে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ৬টি সমঝোতা স্মারকে স্মাক্ষর করা হয়।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক তার বক্তব্যে বলেন, ‘দ্বিপক্ষীয় বিষয়ের ৫৫টি ইস্যুতে আলোচনা হয়েছে। যার মধ্যে রোহিঙ্গা সংকট, তিস্তা ইস্যু, শিক্ষা, জ্বালানী ও উন্নয়নসহ সকল বিষয়ে আলোচনা করা হয়।’

পররাষ্ট্র সচিব আরও বলেন, ‘তিস্তা ইস্যুতে ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, দুই দেশের মধ্যে ঝুলে থাকা এই ইস্যু খুব শীঘ্রই মীমাংসা করা হবে।’

বিজ্ঞাপন

তবে তিস্তা ইস্যুতে কোনো কথা বলেননি ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেসব গোখলে। তিনি বলেন, ‘ভারত প্রতিবেশি দেশের সঙ্গে সুসম্পর্কে বিশ্বাসী। বাংলাদেশ ভারতের খুব কাছের বন্ধু। মধ্যম আয়ের দেশে পরণত হতে ভারত বাংলাদেশের পাশে থাকবে। আমরা রোহিঙ্গা সঙ্কট নিয়ে অালোচনা করেছি। ভারত বিশ্বাস করে খুব শীঘ্রই এই সমস্যা মিটে যাবে।’

এ ছাড়া উন্নয়নশীল দেশ হওয়াতে বাংলাদেশের প্রসংশাও করেন তিনি।

তবে দুই পররাষ্ট্র সচিব তাদের নির্ধারিত বক্তব্যের বাইরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের কোনো জবাব দেননি।

সারাবাংলা/আইজেকে/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন