বিজ্ঞাপন

নওশাবাকে মুক্তি দিতে অভিনয় শিল্পী সঙ্ঘের আবেদন

August 19, 2018 | 9:16 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় ফেসবুক লাইভে এসে ভুল তথ্য দিয়ে প্রভাবিত করার দায়ে গ্রেফতার অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে অভিনয় শিল্পী শঙ্ঘ।

রোববার (১৯ আগস্ট) সংগঠনের সভাপতি শহিদুল আলম সাচ্চু ও সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম এক লিখিত বিবৃতির মাধ্যমে নওশাবার মুক্তি দেওয়ার দাবি জানায়।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘কাজী নওশাবা আহমেদ গত ৪ আগস্ট শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলন চলাকালীন সময়ে ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ভিডিওটি শেয়ার করেন। সেটা যে পুরোপুরি ভুল ছিল, তা এরই মধ্যে নওশাবা স্বীকার করেছে এবং এই জন্য সে ভীষণ অনুতপ্ত।’

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ‘সে বুঝতে পেরেছে তার ভিডিওর কারণে অনেক বড় কিছু হতে পারত। মাদার অব হিউম্যানিটি, সংস্কৃতিবান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনার কাছে বিনীত আবেদন, নওশাবা তার ভুলের জন্য অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী। তার বিগত জীবনে এমন কোনো কর্মকাণ্ড নেই যা রাষ্ট্র, সমাজ ও মানবতাবিরোধী। বরং নানাবিধ সামাজিক, মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সে জড়িত— এটা আমরা সবাই জানি। যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনেও নওশাবা বলিষ্ঠভাবে জড়িত ছিল।’

নওশাবাকে মুক্তি দিয়ে পরিবারের সঙ্গে ঈদ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘দুদিন পরেই ঈদ। নওশাবার ছয় বছরের কন্যাসন্তান আছে, শারীরিকভাবেও সে অসুস্থ। আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা বিশ্বাস করি, সকল আইনি প্রক্রিয়া পার হয়ে নওশাবা তার স্বাভাবিক জীবনের ফিরে আসবে। অভিনয় শিল্পী সংঘ এর সকল সদস্য, অভিনয় শিল্পীদের পক্ষ থেকে আপনার কাছে বিনীত আবেদন, কাজী নওশাবা আহমেদকে বন্দি দশা থেকে মুক্ত করে মায়ের কোলে তার সন্তানকে ঈদ করার সুযোগ করে দিন।’

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন