বিজ্ঞাপন

নববর্ষ উদযাপনে তুরস্কে নিরাপত্তা জোরদার

December 31, 2017 | 1:57 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

কঠোর নিরাপত্তা ব্যবস্থায় আজ তুরস্কে নববর্ষ উদযাপন করা হবে। দেশটির সরকারের দেয়া এক বিবৃতিতে বলা হয়, অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্বিগুণ আইনশৃঙ্খলাকর্মী মোতায়ন করা হবে।

বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, এক বছর আগে ইস্তাম্বুলে রাত ১২টা ৪৫ মিনিটে এক বন্দুকধারী বোস্ফোরাসের রেইনা নাইটক্লাবে নির্বিচারে গুলিবর্ষণ করে। সেই সন্ত্রাসী হামলায় ৩৯ জন নিহত হওয়ায় এ বছর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারির কারণে তুরস্কে আর কোন বড় ধরনের হামলার ঘটনা ঘটেনি। কোন ধরনের অঘটন ছাড়াই এ বছরের নববর্ষ পালন নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী পূর্ব সতর্কতামূলক সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করছে।

বিজ্ঞাপন

ইস্তাম্বুলের গভর্নর ভাসিপ সাহিন জানান, নতুন বছরের রাতে ইস্তাম্বুলে ৩৭ হাজার পুলিশ মোতায়েন করা হবে। এ সংখ্যা গত বছরের সংখ্যার দ্বিগুণেরও বেশি। এছাড়া রক্ষী ও কোস্টগার্ড বাহিনীর চার হাজার সদস্য মোতায়েন করা হচ্ছে।

এদিকে কর্তৃপক্ষ দেশটির অধিকাংশ জনপ্রিয় এলাকায় নতুন বছরের সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে।

সারাবাংলা/এমএইচটি

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন