বিজ্ঞাপন

পুঁজিবাদ বিশ্বব্যাপী ফায়দা নিচ্ছে: মেনন

January 12, 2018 | 4:53 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: ‘বিশ্বব্যাপী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ দিন-রাত পরিশ্রম করে দেশের, পরিবারের, প্রতিবেশীদের উন্নয়ন ঘটাচ্ছে। অন্যদিকে পুঁজিবাদী শক্তি দুর্বল শ্রমজীবী মানুষদের ওপর অস্ত্র, পুঁজি ও শক্তি দিয়ে দমন নিপীড়ন চালাচ্ছে। পুঁজিবাদী শক্তি আজ এভাবেই বিশ্বব্যাপী যুদ্ধ লাগিয়ে তার ফায়দা নিচ্ছে।’

‘এশিয়ান এসেম্বলি অব পিপলস্ মুভমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন শীর্ষক আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এ কথা বলেন। দু’দিনব্যাপী এ আলোচনা সভা রাজধানীর হোটেল অবকাশে শুক্রবার সকালে শুরু হয়েছে। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বামপন্থী দলগুলোর এ সভা আয়োজন করে।

রাশেদ খান মেমন আরও বলেন, ‘বর্তমান বিশ্বে মাত্র আটজন লোকের হাতে চলে গেছে গোটা বিশ্বের ৫০ ভাগেরও বেশি সম্পদ। এটি মানবতার চরম লঙ্ঘন। গোটা বিশ্বের সারে ৩ বিলিয়ন মানুষেরও যে অর্থ নেই তা আজ পুঞ্জিভূত হয়েছে কেবলমাত্র ৮জন লোকের হাতে। এই অর্থনৈতিক অসমতা আজ এশিয়া ও দক্ষিণ এশিয়াতেও চলে এসেছে। যা খুবই উদ্বেগজনক।’

বিজ্ঞাপন

আলোচনা সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘আমাদের সবার শত্রু এবং সবার লক্ষ্য এক। আমাদের সবার শত্রু পুঁজিবাদ। পুঁজিবাদের জন্য প্রধানত অসমতা, দারিদ্রতা, যুদ্ধ এবং সামগ্রিক পরিবেশ ধ্বংস করে দেয়।’

আলোচনা সভায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল বর্তমান বিশ্বে নব্য প্রভুত্ববাদ, কর্তৃত্ববাদ ও পূঁজিবাদের ধরন ও এ থেকে পরিত্রাণের গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন।

বিজ্ঞাপন

মাধব কুমার নেপালে বাম রাজনীতির জনপ্রিয়তা উল্লেখ করে বলেন, ‘বর্তমান নেপালে দুই-তৃতীয়াংশ সাধারণ মানুষ বাম রাজনীতির পক্ষে রয়েছে। এটি সকল দেশের বাম রাজনৈতিক দলের সফলতা বলে মনে করে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, নেপালের পরবর্তী নির্বাচনেই তার দল বিপুলভাবে নির্বাচিত হবে। তিনি বর্তমান এই অনলাইনের যুগে বিশ্বের সকল প্রান্তে ছড়িয়ে থাকা সব বাম শক্তিদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানাচ্ছি।’

২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ ২০১৮  পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ভেনিজুয়েলার রাজাধানী কারাকাসে বামদলভিত্তিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব পিপলস্ মুভমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন’-কে সামনে রেখে এ সভা  আয়োজন করা হয়েছে।

সারাবাংলা/আরসি/আইজেকে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন