বিজ্ঞাপন

বার্সা-রিয়াল নয়, শীর্ষে সেভিয়া

October 8, 2018 | 10:44 am

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

লা লিগায় আগের রাতে হেরেছিল রিয়াল মাদ্রিদ, পরের রাতে জিততে পারলো না বার্সেলোনা। এ মুহূর্তে বার্সা-রিয়াল কিংবা অ্যাতলেতিকো মাদ্রিদ নয়, তিন দলের ছন্দপতনে পয়েন্ট টেবিলের শীর্ষে সেভিয়া। সবশেষ লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ড্র করে মেসি-সুয়ারেজ-কুতিনহোদের দলটি পয়েন্ট হারিয়েছে। লা লিগায় এ নিয়ে টানা চতুর্থ ম্যাচে পয়েন্ট হারাল বার্সা। ভ্যালেন্সিয়ার মাঠে আতিথ্য নিয়ে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল বার্সা। দ্বিতীয় মিনিটে স্বাগতিকদের লিড পাইয়ে দিতে গোল করেন এজিকুয়েল গ্যারে। তবে, ২৩ মিনিটের মাথায় মেসির গোলে সমতায় ফেরে সফরকারী বার্সা। ম্যাচের বাকি সময়ে একাধিক সুযোগ মিসের মাশুল গুণতে হয়েছে কাতালান ক্লাবটিকে।

এর আগে লা লিগায় জিরোনার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল বার্সা। পরের ম্যাচে লেগানেসের বিপক্ষে হেরে বসে মেসির দল। আর অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বার্সা।

বিজ্ঞাপন

লিগের অপর ম্যাচে সেল্টাভিগোকে ২-১ গোলে হারিয়েছে সেভিয়া। ৮ ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে সেভিয়া। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা এবং সমান পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেতিকো মাদ্রিদ। গোল ব্যবধানে এগিয়ে তালিকার দুই নম্বরে আছে বার্সা। রিয়াল বেতিসকে ১-০ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো। আর ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন