বিজ্ঞাপন

বিদেশি ভাষার বিলবোর্ড-ব্যানার সরিয়ে নেওয়ার নির্দেশ

January 28, 2018 | 3:48 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা :  যেসব প্রতিষ্ঠানের নামফলক, বিলবোর্ড ও ব্যানার বাংলায় লেখা হয়নি তা আগামী ৭ দিনের মধ্যে সরিয়ে ফেলতে বলেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।  রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সব নামফলক, বিলবোর্ড ও ব্যানার সরিয়ে নতুন করে তা বাংলা ভাষায় লিখতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সিটি করপোরেশনের নির্দেশ মানা না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিবে ডিএনসিসি। তবে দূতাবাস ও বিদেশি সংস্থা এই নির্দেশনার আওতাভুক্ত নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সব প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশি সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যদি বাংলায় লেখা বাধ্যতামূলক। কিন্তু লক্ষ করা যাচ্ছে, কোনো কোনো প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি ইংরেজি ও অন্যান্য বিদেশি ভাষায় লেখা হয়েছে।

বিজ্ঞাপন

এমন অবস্থায় বিদেষি ভাষায় লেখা ব্যানার-বিলবোর্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সিটি করপোরেশন। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বিভিন্ন জাতীয় দৈনিক ও ডিএনসিসির ফেসবুক পেজেও প্রকাশিত হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/একে

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন