বিজ্ঞাপন

ভর্তি পরীক্ষা: চবিতে মিছিল-সমাবেশ বন্ধ ঘোষণা

October 22, 2019 | 8:52 pm

চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে মানববন্ধন, মিছিল-সমাবেশসহ যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া দেয়াল লিখন, পোস্টার-ব্যানার টাঙ্গানো যাবে না বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চবিতে স্নাতক (সস্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ২৭ অক্টোবর থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার দিনগুলোতে সাধারণত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক ও আত্মীয়-স্বজনসহ প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটে।

বিজ্ঞাপন

ক্যাম্পাসে সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রেখে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২২ অক্টোবর থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল-সমাবেশ, শোভাযাত্রা, কর্মবিরতি, মানববন্ধনসহ সব ধরনের কর্মসূচি আয়োজন বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের কোনো স্থাপনায় চিকা মারা (দেয়াল লিখন), পোস্টার সাঁটানো, ব্যানার টাঙ্গানো, প্লে-কার্ড প্রদর্শন ও লিফলেট বিতরণ করা যাবে না।

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন