বিজ্ঞাপন

মাইডাস সেন্টারে অরুন্ধতীর আলোচনা

March 5, 2019 | 2:22 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ঢাকা: স্থান পরিবর্তন করে নতুন স্থানে অনুষ্ঠিত হতে যাচ্ছে অরুন্ধতী রায়ের আলোচনা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনের পরিবর্তে ধানমন্ডি-২৭-এর মাইডাস সেন্টারে মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ‘আটমোস্ট এভরিথিং’ শিরোনামে অরুন্ধতী রায়ের আলোচনা।

মঙ্গলবার দুপুরে অনুষ্ঠানের আয়োজক ছবিমেলা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

অনুমতি প্রত্যাহার, ছবিমেলায় বাতিল অরুন্ধতীর আলোচনা

বিজ্ঞাপন

উল্লেখ্য, আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনাটি হওয়ার কথা ছিল। তবে আজ রাত ২টা ১৫ মিনিটে এক ফেসবুক পোস্টে ছবিমেলার পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর পুলিশ ‘অনিবার্য কারণবশত’ তাদের অনুমতি প্রত্যাহার করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’ চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত। এই উৎসবের অংশ হিসেবে আজ ‘আটমোস্ট এভরিথিং’ শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিলো অরুন্ধতীর।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অংশ নিতে যারা নিবন্ধন করেছেন তাদের আধা ঘণ্টা আগে আসতে বলা হয়েছে।

ছবিমেলার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্স মিলনায়তনে আলোচনাটি হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের অনুমতি গতকাল সোমবার রাতে প্রত্যাহার করা হয়। অনেক চেষ্টা ও বন্ধুদের সহযোগিতায় নতুন ভেন্যু পাওয়া গেছে। আলোচনা অনুষ্ঠানটি আজই হবে। অতিথিদের আগের নিবন্ধন বহাল থাকছে।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন