বিজ্ঞাপন

রাজা অ্যাডওয়ার্ড তৃতীয়র আমলের বিরল স্বর্ণমুদ্রার সন্ধান

June 20, 2021 | 7:34 pm

আন্তর্জাতিক ডেস্ক

ইংল্যান্ডের রাজা অ্যাডওয়ার্ড তৃতীয়র আমলের একটি ২৩ ক্যারেটের স্বর্ণ মুদ্রার সন্ধান পাওয়া গেছে। কালো মৃত্যু বা বায়োনিক প্লেগ মহামারির সময় এ স্বর্ণমুদ্রা বিলুপ্ত হয়েছিল। বিরল এ লিওপার্ড স্বর্ণমুদ্রাটি ব্রিটেনের নরফোকের এক ধাতু আবিষ্কারক খোঁজে পেয়েছেন।

বিজ্ঞাপন

ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হেলেন গিক এ ব্যাপারে বলেন, ১৩৪৪ সালে এ কয়েনটি চালুর কয়েক মাসের মধ্যেই বাতিল করা হয়েছিল। এগুলো হারিয়ে গেছে। এ ধরনের কয়েন আর হাতেগোনা কয়েকটি টিকে থাকতে পারে।

তিনি বলেন, এই স্বর্ণমুদ্রাগুলো খুব উঁচু স্তরের সীমিত কিছু লোকের হাতে ছিল। বর্তমানে এগুলোর দাম ১২০০ পাউন্ড হতে পারে। সে সময় এ স্বর্ণমুদ্রার মূল্য ছিল ৩ শিলিং।

সে সময় এসব কয়েন চালু করার কয়েক মাসের মধ্যে কেন বাতিল করা হলো সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি বিশেষজ্ঞরা। তবে হেলেন গিক মনে করছেন, ওই সময়টিতে ব্রিটেনে প্লেগ মহামারি শুরু হয়েছিল। সে সময় যেখানে এক বা দুই পেনি ছিল মানুষ দৈনিক মজুরি, সেখানে এরকম স্বর্ণমুদ্রা ব্যবহারের লোক ছিল কম। তাই হয়ত এগুলো আর চলেনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন