বিজ্ঞাপন

রিয়াজ তোপে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের দুর্দান্ত জয়

December 30, 2019 | 10:23 pm

স্পোর্টস ডেস্ক

জয়ের জন্য রাজশাহী রয়্যালসকে ১৭৫ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিলো যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। সেই লড়াকু লক্ষ্যে ব্যাট করতে নেমে দাঁড়াতেই ওয়াহাব রিয়াজের বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেনি রাজশাহী। ফলশ্রুতিতে ৭৪ রানের বড় জয় পায় মাশরাফি বাহিনী।

বিজ্ঞাপন

সোমবার (৩০ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের ১৭৪ রানের জবাবটা শুরুতে বেশ ভালোই দিয়েছিলো রাজশাহী। তিন ওভারেই লিটন দাস এবং আফিফ তুলে নিয়েছিলেন ৩৯ রান।

কিন্তু রাজশাহীর সেই রানের চাকায় বেরসিক গতিরোধকের মতো বাঁধ সেধে বসেন ওয়াহাব রিয়াজ। নিজের প্রথম ওভারের প্রথম, তৃতীয় এবং শেষ বলে তুলে নেন লিটন দাস, অলক কাপালি এবং শোয়েব মালিকের উইকেট। মূলত রাজশাহী শিবিরের ধ্বসের শুরু এখান থেকেই।

এরপর ৬ষ্ঠ ওভারে আফিফকে সাজঘরে পাঠিয়ে ঢাকার হয়ে চতুর্থ আঘাত হানেন লুইস রিস। প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে ব্যর্থ হন রাভি বোপারা-আন্দ্রে রাসেলও। সেই সাথে ৭৬ রানেই ৬ ব্যাটসম্যান সাজঘরে পৌঁছে যায় রাজশাহীর।

বিজ্ঞাপন

নিজের দ্বিতীয় ওভারে বল হাতে এসেই ওয়াহাব রিয়াজ ফেরান নাহিদুলকে। সেই সাথে পতন ঘটান রাজশাহীর ৮ম উইকেটের। এরপর সাদাব খানের বলে তাইজুল মাঠছাড়া হলে বাকি কাজটি সম্পন্ন করেন ওয়াহাব রিয়াজ। নিজের ৫ম উইকেট প্রাপ্তির পাশাপাশি দলকে এনে দেন ৭৪ রানের বড় জয়।

ঢাকার পক্ষে ওয়াহাব রিয়াজ ৮ রানের খরচায় নেন ৫ উইকেট। এবারের আসরের এটাই প্রথম ৫ উইকেট প্রাপ্তি কোনো বোলারের। শুধু তাই নয় এবারের আসরের এটিই সেরা বোলিং ফিগার এবং বিপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় সেরা বোলিং ফিগার। বিপিএলে সর্বসেরা বোলিং ফিগার মোহাম্মদ সামির। ২০১২ সালের আসরে তিনি ৩.২ ওভার বল করে ৬ রানের খরচায় নিয়েছিলেন পাঁচ উইকেট।

এর আগে টসে জিতে ঢাকাকে ব্যাট করতে পাঠায় যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। ব্যাট করতে নেমে তামিম-আসিফ ঝড়ে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন