বিজ্ঞাপন

রোহিত শর্মার বিশ্ব রেকর্ড

July 6, 2019 | 9:56 pm

বিশ্বকাপ ডেস্ক

চলতি বিশ্বকাপের ৪৪তম ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-ভারত। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান দলপতি দিমুথ করুনারত্নে। শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ২৬৫ রানের টার্গেটে ওপেনিংয়ে নেমে ভারতের ওপেনার রোহিত শর্মা সেঞ্চুরি হাঁকিয়েছেন। চলতি বিশ্বকাপে এটি রোহিতের পঞ্চম সেঞ্চুরি, টানা তৃতীয়। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ২৭তম সেঞ্চুরি।

বিজ্ঞাপন

২০১৫ বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করেছিলেন লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। চারটি করে সেঞ্চুরিতে এক আসরে এতোদিন সাঙ্গাকারা-রোহিত পাশাপাশি বসেছিলেন। লঙ্কানদের বিপক্ষে আরেকটি সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত। ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ তিনটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত শর্মা এখন বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরির মালিক।

লঙ্কানদের বিপক্ষে ইনিংসের ২৯তম ওভারে কাসুন রাজিথাকে চার মেরে সেঞ্চুরি স্পর্শ করেন রোহিত। ৯২ বল খেলে ১৪টি চার আর ২টি ছক্কায় তিন অঙ্কে পৌঁছান তিনি। ২৭তম সেঞ্চুরি করতে রোহিতের লাগলো মাত্র ২০৮ ইনিংস।

চলতি বিশ্বকাপে এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোহিত শর্মা করেন অপরাজিত ১২২ রান। এক ম্যাচ পরে পাকিস্তানের বিপক্ষে করেন ১৪০ রান। ইংল্যান্ডের বিপক্ষে করেন ১০২ রান আর সবশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে করেন ১০৪ রান। আজ আরও একটি সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। বিদায় নেওয়ার আগে ৯৪ বলে করেন ১০৩ রান। দশম ব্যাটসম্যান হিসেবে টানা তিন ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন রোহিত শর্মা। সাজঘরে ফেরার আগে লোকেশ রাহুলকে নিয়ে ওপেনিং জুটিতে তুলে নেন ১৮৯ রান।

বিজ্ঞাপন

ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরিতে রোহিত শর্মা পাশে বসলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলার। প্রোটিয়া এই ওপেনারও করেছেন ২৭টি সেঞ্চুরি। সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি আছে শচীন টেন্ডুলকারের। ৪১ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ৩০টি সেঞ্চুরি নিয়ে তিনে রিকি পন্টিং। সনাথ জয়সুরিয়া ২৮টি সেঞ্চুরি নিয়ে আছেন চার নম্বরে। রোহিত-আমলা যৌথভাবে পাঁচে।

এক বিশ্বকাপের আসরে গ্রুপপর্বে সর্বোচ্চ ৬০৬ রান করে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। রোহিত শর্মা সেটিও টপকে গেলেন। ২০০৩ আসরে শচীন করেছিলেন সর্বোচ্চ ৬৭৩ রান। সেটিও টপকে যাওয়ার পথে রোহিত শর্মা। ভারতীয় এই ওপেনারের রান এখন ৬৪৭।

চলতি বিশ্বকাপে রোহিতের ইনিংসগুলো:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২২ রান করে অপরাজিত ছিলেন, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ৫৭ রান। তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে যায়। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ইনফর্ম রোহিত শর্মা সেঞ্চুরি হাঁকিয়ে করেন ১৪০ রান। আফগানিস্তানের বিপক্ষে ১ রানে ফেরেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের ম্যাচে করেন ১৮ রান। ইংলিশদের বিপক্ষে করেন ১০২ রান। বাংলাদেশের বিপক্ষে করেন ১০৪ রান। শ্রীলঙ্কার বিপক্ষে আজ আরও একটি সেঞ্চুরি করলেন। চলতি বিশ্বকাপে করলেন পঞ্চম সেঞ্চুরি, ক্যারিয়ারে ২৭তম সেঞ্চুরি।

বিজ্ঞাপন

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন