বিজ্ঞাপন

শিক্ষা উপমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন নওফেল

January 11, 2024 | 8:56 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: এবার উপমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি একাদশ জাতীয় সংসদে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

নওফেল দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চট্টগ্রাম-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এর আগে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৯ আসন থেকে সংসদ সদস্য মনোনীত হন নওফেল। ২০১৯ সালের ৭ জানুয়ারি তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান। এ ছাড়া তিনি ঢাকা বারের আইনজীবী ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য।

সারাবাংলা/জিএস/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন