বিজ্ঞাপন

শেখ সাদীর ‘কেউ কারো ভালো চায় না’

November 27, 2020 | 5:28 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

‘ললনা’খ্যাত কণ্ঠশিল্পী শেখ সাদীর নতুন গান ‘কেউ কারো ভালো চায় না’র ভিডিও প্রকাশিত হয়েছে। গানটির কথা ও সুর করেছেন শেখ সাদী নিজে।

বিজ্ঞাপন

গানটির প্রথম কয়েক লাইন এরকম— ‘দিনে দিনে মানুষ রং বদলায়/খুঁজে খুঁজে প্রয়োজন বাড়ায়/ হতাশা কিছুতেই কমে না/ হিংসা যেন পিছু ছাড়ে না/ অন্যের ঘরে আলো নিভিয়ে / নিজের ঘরে আলো জ্বালে/ কিছু মানুষ এমনও আছে / বিবেক তাদের অন্ধ বলে/ না না না কেউ কারো ভাল চায় না।’ সংগীতায়োজন করেছেন আলভী আল বেরুনী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ধ্রুব মিউজিক স্টেশন তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করেছে গানটি।

গানটির কথার রেশ ধরে গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন আলভী আল বেরুনী। একটি বাসের মধ্যেই তুলে ধরা হয় আমাদের চারপাশে ঘটে যাওয়া চিত্র। বাস্তবতার আদলে নির্মাণ করা হয় এই গানের ভিডিও।

বিজ্ঞাপন

গানটি নিয়ে শেখ সাদী বলেন, ‘এবার একটু অন্যরকম গান নিয়ে হাজির হলাম। বিষয় ভিত্তিক গান। মানে আমার পূর্বে প্রকাশিত গানগুলো থেকে একেবারে বিপরীত চিত্র এসেছে এবারের গানে। এখন থেকে সমাজের অসঙ্গতি নিয়ে বিষয় ভিত্তিক গানই করবো।’

সারাবাংলা/এজেডএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন