বিজ্ঞাপন

সিরিজ অসমাপ্ত রেখেই বাংলাদেশ ছাড়ছেন প্রোটিয়ারা

April 11, 2021 | 7:43 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

দেশে মহামারী করোনাভাইরাসের সংক্রমন বাড়ছে তরতর করে। ফলে আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের আভাস দিয়েছে সরকার। এমতবস্থায় সিরিজ অসমাপ্ত রেখেই বাংলাদেশ ছাড়ছেন দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। আগামীকাল ঢাকা ত্যাগ করবেন প্রোটিয়ারা।

বিজ্ঞাপন

রোববার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইং চেয়ারম্যান নাদেল চৌধুরী। তিনি বলেন, ‘তারা আগামীকাল (১২ এপ্রিল) চলে যাচ্ছে। কারণ ১৪ তারিখ থেকে দেশে কঠোর লকডাউন শুরু হবে এবং সেই সময় বিমান চলাচলও বন্ধ থাকবে।’ করোনা পরিস্থিতির কারণে উভয় বোর্ড সিরিজ অসমাপ্ত রাখার বিষয়ে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ নারী ইমার্জিং দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলতে এসেছিল দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া সিরিজের প্রথম চারটা ম্যাচই জিতেছে বাংলাদেশ। আজ চতুর্থ ওয়ানডেতে ১১০ রানে জিতেছে স্বাগতিকরা। সেঞ্চুরি করে বাংলাদেশের জয়ে বড় অবদান নিগার সুলতানার। সূচি অনুযায়ী সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটা মাঠে গড়ানোর কথা ছিল আগামী মঙ্গলবার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন