বিজ্ঞাপন

হালদা তীরে মাটি-বালির চাপায় তরুণের মৃত্যু

April 9, 2021 | 7:49 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় হালদা নদী থেকে উত্তোলন করা বালির স্তূপ ও মাটির চাপায় এক তরুণের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ এপ্রিল) সকালে উপজেলার ভুজপুর থানার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া গ্রামে হালদা নদীর তীরে এ ঘটনা ঘটেছে।

মৃত মুহাম্মদ সাকেল (২০) সুয়াবিল ইউনিয়নের লালমাটি গ্রামের মৃত মো. বেলালের ছেলে। সাকেল বালি পরিবহনে নিয়োজিত ট্রলির চালকের সহকারী বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, হালদা নদী থেকে বালি উত্তোলন করে তীরে জমা করা হচ্ছিল। উত্তোলিত বালির বড় স্তূপ থেকে বালি ও তীরের মাটি কেটে ট্রলিতে ভরে বিভিন্নস্থানে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে বালির স্তূপ থেকে বালি নেওয়ার পর এবং মাটি কেটে ফেলায় একপাশ উঁচু হয়ে যায় এবং আরেকপাশ খালি হয়ে যায়। স্তূপ থেকে পড়া বালি ও মাটিতে চাপা পড়ে সাকেল। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুল্লাহ বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে হালদা নদী থেকে বালি উত্তোলনের পাশাপাশি তীরের মাটি কাটা হচ্ছিল। বালি ও মাটি জমা করে রাখার ফলে সেখানে বড় টিলা তৈরি হয়। সেই টিলা কাটার সময় উপর থেকে মাটি ও বালিতে চাপা পড়ে একজন মারা গেছেন। আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি।’

সারাবাংলা/আরডি/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন