।। স্পোর্টস ডেস্ক ।।
বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৩৮তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে তিনি শিরোপা জয় করেন। জাতীয় মহিলা দাবায় এটি তার ১৯তম শিরোপা জয়। সর্বশেষ তিনি ২০১১ সালে জাতীয় মহিলা দাবার তার ১৮তম শিরোপা জয় করেছিলেন।
এবার ৯টি খেলায় অংশ নিয়ে রানী হামিদ ৮টি খেলায় জয়ী হন এবং ১টি খেলায় প্রতিভা তালুকদারের কাছে হেরে যান। তবে তিনি শিরোপা লড়াইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভার বিরুদ্ধে ষষ্ঠ রাউন্ডে জয়ী হয়েছিলেন। নবম বা শেষ রাউন্ডের খেলায় রানী হামিদ মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানাকে পরাজিত করেন।
মানিকগঞ্জের নাজরানা খান ইভা ৭ পয়েন্ট পেয়ে রানার-আপ হয়েছেন। ইভা শেষ রাউন্ডে জান্নাতুল ফেরদৌসের কাছে হেরে যান। সাড়ে ছয় পয়েন্ট অর্জন করেন ৩ জন খেলোয়াড়, টাইব্র্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে নরসিংদীর নোশিন আঞ্জুম তৃতীয়, জান্নাতুল ফেরদৌস চতুর্থ এবং ঢাকা বিভাগের কাজী জারিন তাসনিম পঞ্চম স্থান লাভ করেন। ছয় পয়েন্ট নিয়ে মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা ষষ্ঠ, ঠাকুর জানিয়া হক সপ্তম ও ওয়াদিফা আহমেদ অষ্টম স্থান লাভ করেন। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে নবম হতে দ্বাদশ স্থান পান যথাক্রমে উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার, মহিলা ফিদে মাস্টার আফরোজা খানম বাবলী, আহমেদ ওয়ালিজা ও নারায়ণগঞ্জের মোছাম্মৎ ঝর্না বেগম।
রোল অব অনার:
১৯৭৯-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ১৯৮০-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ১৯৮১-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ১৯৮২-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ১৯৮৩-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ১৯৮৪-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ১৯৮৫-ইয়াসমীন বেগম, ১৯৮৬-ইয়াসমীন বেগম, ১৯৮৭-হয়নি, ১৯৮৮-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ১৯৮৯-মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা, ১৯৯০-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ১৯৯১-মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন, ১৯৯২-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ১৯৯৩-মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, ১৯৯৪-মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন, ১৯৯৫-মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা, ১৯৯৬-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ১৯৯৭-মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা, ১৯৯৮-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ১৯৯৯-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ২০০০-মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, ২০০১-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ২০০২-মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা,২০০৩-মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা, ২০০৪-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ২০০৫-আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা, ২০০৬-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ২০০৭-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ২০০৮-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ২০০৯-মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন, ২০১০-আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা, ২০১১-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ২০১২-মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন, ২০১৩-হয়নি, ২০১৪-আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা, ২০১৫-আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা, ২০১৬-মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, ২০১৭-মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন এবং ২০১৮-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ।
সারাবাংলা/এমআরপি