Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চতুর্থ হয়ে দেশে ফিরছে বাংলাদেশ


২২ সেপ্টেম্বর ২০১৮ ০০:৫৫

।। স্পোর্টস ডেস্ক ।।

সৌদি আরবের কাছে হেরে ফাইনালের আশা চূর্ণ হওয়া বাংলাদেশ ভলিবল দল ঘুরে দাঁড়াতে চেয়েছিল। চেয়েছিল পদক নিয়ে ফিরতে। তাতে জায়গা করে নিতে পারতো এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে (এভিসি)। সেভাবেই প্রথম এশিয়ান ভলিবল চ্যালেঞ্জ কাপে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল তারা।

কিন্তু, এশিয়ান মেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে চতুর্থ হয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কলম্বোতে হওয়া এই প্রতিযোগিতায় স্বাগতিকদের কাছে ৩-০ সেটে হারে বাংলাদেশ। সুগাথাদাছা ইনডোর স্টেডিয়ামে কোনো সেটেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। ২৫-১৬ পয়েন্টে প্রথম সেটে হার। তারপর ২৫-১৭ ও ২৫-১৭ পয়েন্টে টানা দুই সেটে হারতে হয়েছে।

এর আগে ইরাকের কাছে ৩-২ সেটে হেরে পুল পর্ব শুরু করা বাংলাদেশ পরের দুই ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩-০ ও মঙ্গোলিয়াকে ৩-১ সেটে হারায়। কোয়ার্টার-ফাইনালে হংকংকে ৩-০ সেটে উড়িয়ে দিয়ে সেমি-ফাইনালে উঠে বাংলাদেশ। সেমি ফাইনালে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) কলম্বোতে সৌদি আরবের কাছে ৩-১ সেটে হেরে যায় হরষিদ-মিলনরা। শ্রীলঙ্কাও হারে ইরাকের কাছে। তাই লঙ্কান-বাংলাদেশ ম্যাচটি গড়ায় তৃতীয় স্থান নির্ধারণীর দৌড়ে।

তারও আগে কোয়ার্টার ফাইনালে হংকংকে হারিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক বড় কোনো টুর্নামেন্টের সেমি ফাইনালে পা রেখেছিল আলিপোর শিষ্যরা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর