Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ হলো সামার ওপেন (র‌্যাংকিং) ব্যাডমিন্টন টুর্নামেন্ট


২৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৯

।। স্পোর্টস ডেস্ক ।।

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘সামার ওপেন (র‌্যাংকিং) ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৮‘ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে (উডেনফ্লোর জিমনেসিয়াম) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের মাননীয় সচিব জনাব মো. মাসুদ করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক আবুল হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট সম্পাদক জহিরুল ইসলাম স্বপন।

স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। এছাড়াও উপস্থিত ছিলেন মেজর ফিরোজ আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনী, জনাব নিহারঞ্জন হাওলাদার, এসপি, ডিআইজি, রাজশাহী বিভাগ, জনাব মোঃ রাশেদুজ্জামান সেরনিয়াবাত, উপ-পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদ, জনাব এম. বি. সাইফ, সাধারণ সম্পাদক,সুমিং ফেডারেশন, জনাব মোঃ রেজাউল হোসেন বাদশা, কোষাধ্যক্ষ, সুমিং ফেডারেশন, জনাব আব্দুল জাব্বার, সহ-সভাপতি, বিবিএফ, জনাব হাজী মোঃ বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী, জনাব এস এম জাহিদুল হক কচি, সদস্য, বিবিএফ, জনাব মোঃ তারিক মাহমুদ, সদস্য, বিবিএফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফেডারেশনের কার্যকরী সদস্য জনাব শাহ জালাল মুকুল।

চূড়ান্ত খেলার ফলাফল সমূহ:
পুরুষ-এককে চ্যাম্পিয়ন গৌরব সিংহ (সিলেট জেলা) এবং রানার্সআপ মাংগাল সিংহ (সিলেট জেলা)।
পুরুষ-দ্বৈতে চ্যাম্পিয়ন পরশ/সোহেল (সিলেট জেলা) এবং রানার্সআপ কাউছার/টগর (সিলেট জেলা)।
মহিলা-এককে চ্যাম্পিয়ন এলিনা সুলতানা (বাংলাদেশ আর্মি) এবং রানার্সআপ শাপলা আক্তার (কাওয়াসাকি বাংলাদেশ)। প্রথম গেমের পর শাপলা অসুস্থ হয়ে পড়েন।
মহিলা-দ্বৈতে চ্যাম্পিয়ন এলিনা সুলতানা/নাবিলা জামান (বাংলাদেশ আর্মি) এবং রানার্সআপ বৃষ্টি খাতুন/রেহানা খাতুন (বাংলাদেশ আর্মি)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর