Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ান ভভিনাম চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জিতলো ব্রোঞ্জপদক


৬ নভেম্বর ২০১৮ ১৭:১৯

।। স্পোর্টস ডেস্ক ।।

চতুর্থ এশিয়ান ভভিনাম চ্যাম্পিয়নশিপে দু’টি ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে আরিফুল ইসলাম মাইনাস ৮২ কেজিতে সেমিফাইনালে আফগানিস্তানের কাছে হেরে ব্রোঞ্জপদক জেতেন। কোয়ার্টার ফাইনালে তিনি হারান লাওসকে।

এছাড়া, মাইনাস ৭৭ কেজি ওজন শ্রেনীতে আবু মাসুদ চৌধুরী ইরানের কাছে হেরেও ব্রোঞ্জ জেতেন। এর আগে কোয়ার্টার ফাইনালে তিনি হারান কম্বোডিয়াকে। এছাড়া, কোচ সালমান এল রহমান এশিয়ান ভভিনাম জাজেস সনদ পান এবং কিক বক্সিং চায়না সেন্ট্রাল জোনের উপদেষ্টা মনোনীত হন বাংলাদেশ ভভিনাম অ্যাসোসিয়েশনের সভাপতি দিলদার হাসান দিলু।

টুর্নামেন্টে ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারত, আফগানিস্তান, মিয়ানমার, ইন্দোনেশিয়া, থাইল্যন্ড, ফিলিপাইন, লাওস, পাকিস্তান, হংকং, বাংলাদেশ, ইরান, ইরাক, তাইওয়ান ও জাপানসহ ১৬টি দেশ অংশ নেয়।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর