Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে অটিস্টিক ক্রীড়া উৎসব


২০ নভেম্বর ২০১৮ ১৫:০৬

।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে টাঙ্গাইল স্টেডিয়ামে শেষ হলো অটিস্টিক ক্রীড়া উৎসব ২০১৮। টাঙ্গাইলের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৪০ জন ছাত্র-ছাত্রী অংশ নেয় এই প্রতিযোগিতায়।

ক্রীড়া পরিদপ্তরের অধীনে থাকা টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিস এর বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় অনুষ্ঠিত হয় এই ক্রীড়া উৎসব।

মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে বালক এবং বালিকাদের ৬ টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। দৌড়, বল নিক্ষেপ, হাঁটা প্রতিযোগিতায় অংশ নেয় তারা। এছাড়া সবার জন্য উন্মুক্ত ছিল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতাটি। উৎসবমুখর আয়োজন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার লায়লা খানম।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন (লিন্টু)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আক্তার।

অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ। শুভেচ্ছা বক্তব্যে ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অটিস্টিক খেলোয়াড়দের সাফল্যের কথা তুলে ধরেন তিনি। অটিস্টিক সন্তানদের ক্রীড়াতে আরো পারদর্শী করতে অভিবাবকদের এগিয়ে আসার আহবান জানান তিনি। সবার প্রচেষ্টায় আন্তর্জাতিক অঙ্গনে এই সন্তানরা দেশের সুনাম বয়ে নিয়ে আসবে বলে বিশ্বাস করেন টাঙ্গাইল জেলার দায়িত্বপ্রাপ্ত নতুন এই অফিসার।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর