Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হচ্ছে আন্তঃকলেজ মহিলা রাগবি প্রতিযোগিতা


৫ ডিসেম্বর ২০১৮ ১৮:৩৭

।। স্পোর্টস ডেস্ক ।।

তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘আন্তঃকলেজ মহিলা রাগবি প্রতিযোগিতা-২০১৮’। বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানের ৯টি মহিলা কলেজ দল (অনূর্ধ্ব-২০) এই প্রতিযোগিতায় অংশ নেবে। শনিবার থেকে শুরু হতে যাওয়া প্রতিযোগিতার সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে পল্টন মাঠে। প্রতিযোগিতা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

টুর্নামেন্টের বিষয়ে বিস্তারিত জানানোর জন্য বুধবার (৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ, টুর্নামেন্ট কমিটির সম্পাদক পারভিন নাহার পুতুল ও সদস্য সিরাজুল ইসলাম, দীন ইসলাম এবং ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগন।

সংবাদ সম্মেলনে জানানো হয় পল্টন ময়দান মাঠে শুরু হতে যাওয়া তৃতীয় আন্তঃকলেজ মহিলা রাগবি প্রতিযোগিতায় ৯টি কলেজ দল (অনূর্ধ্ব-২০) অংশ নেবে। দলগুলো হলো- ঢাকা ইমপিরিয়াল কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা কমার্স কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, আলী আহম্মদ স্কুল এন্ড কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ হোস্টেল এবং আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ।

অংশ নেওয়া ৯টি দলকে তিনটি গ্রুপে ভাগ করে লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল ও তিন গ্রুপের রানার্স-আপদের মধ্যে সেরা (বেস্ট রানার্স-আপ) দলটি সেমিফাইনালে উত্তীর্ণ হবে। সেখান থেকে দুটি দল উঠবে ফাইনালে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর