Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকেএসপি কাপ উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিকেএসপি


১২ ডিসেম্বর ২০১৮ ১৮:৪৫

।। স্পোর্টস ডেস্ক ।।

বিকেএসপির নতুন মাল্টি স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত দ্বিতীয় বিকেএসপি কাপ উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। দু’দিন ব্যাপী (১১ ও ১২ ডিসেম্বর) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিকেএসপি এ দল ১৫টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ২টি তাম্র পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি তাম্র পদক নিয়ে রানার আপ হয়। বরিশাল জেলা ক্রীড়া সংস্থার মো. রাব্বি সানদা (ফাইট) ইভেন্টে সেরা খেলোয়াড় এবং বিকেএসপির কামরুল ইসলাম থাউলু (আর্ট) ইভেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

সমাপনী দিনে প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রাপ্তদের পুরস্কৃত করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন ও অর্থ) হাওলাদার মো. রকিবুল বারী।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর