Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হলো বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা


১৪ ডিসেম্বর ২০১৮ ১৭:২০

।। স্পোর্টস ডেস্ক ।।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে ও টেক্স স্টাইল বিডি এর পৃষ্ঠপোষকতায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দিনব্যাপী (শুক্র ও শনিবার) বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা-২০১৮। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেডারেশনের সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো: মোজ্জামেল হক খান।

এসময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল সালাম কাজী, ফেডারেশনের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু ও ইকবাল হোসেন খোকনসহ অন্যান্য কর্মকর্তারা।

দুই দিনব্যাপী এবারের বিজয় দিবস কারাতে প্রতিযোগিতায় শিশু, ক্যাডেট, জুনিয়র ও সিনিয়র ৪টি বিভাগে ৭১টি ইভেন্টে ৪৪টি দল হতে সর্বমোট ৮৫০জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতার প্রথম দিনে শিশু ছেলে বিভাগ ১২-১৩ বছর গ্রুপে একক কাতায় স্বর্ণ পেয়েছে বিকেএসপির তহিম হাওলাদার। শিশু মেয়ে বিভাগ ৮-৯ বছর গ্রুপে একক কাতায় স্বর্ণ পেয়েছে জাসরাহ ইনারত।

এছাড়া, শিশু ছেলে বিভাগ ৮-৯ বছর গ্রুপে একক কাতায় স্বর্ণ পেয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট সোতোকান কারাতে একাডেমির মো: বিল্লাল হোসেন। শিশু বিভাগ ছেলে ১০-১১ বছর গ্রুপে একক কাতায় স্বর্ণ পায় বিকেএসপির অমিত কান্তি দে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর