Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ হলো বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন


১৫ ডিসেম্বর ২০১৮ ১৯:০৩

।। স্পোর্টস ডেস্ক ।।

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ও ব্যাডমিন্টন এশিয়ার তত্বাবধানে এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ-২০১৮’ এর সমাপণী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আবদুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ওপারেটিভ পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার, টাইটেল স্পন্সর ইউনেক্স-সানরাইজ কোম্পানী এর প্রতিনিধি জর্ডি। এছাড়াও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারসহ অন্যান্য কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

চূড়ান্ত ফলাফল
পুরুষ একক:
চ্যাম্পিয়ন খেলোয়াড়ের নাম (দেশ) পয়েন্ট রানার্স-আপ খেলোয়াড়ের নাম (দেশ)
টেক ঝি সু (মালয়েশিয়া) ২১-১৭, ২১-১৭ চাও চুয়ং ফাম (ভিয়েতনাম)
মহিলা একক:
থুই লিন এনগুইয়েন (ভিয়েতনাম) ২১-১৮, ২১-১৯ পুত্রি কুসুমা ওয়ার্দানি (ইন্দোনেশিয়া)
পুরুষ দ্বৈত:
লিও রলি কার্নান্দো/ড্যানিয়েল মার্থিন (ইন্দোনেশিয়া) ২১-১৬, ২১-১১ সুপাক জমকোহ/ওয়াচিরাইট সুথন (থাইল্যান্ড)
মহিলা দ্বৈত:
বিবিয়ান হু/ইয়াপ চেং ওয়েন (মালয়েশিয়া) ২১-১৪, ২১-১৩ অপার্না বালান/রুথি কেপি (ইন্ডিয়া)
মিশ্র দ্বৈত:
লিও রলি কার্নান্দো/ইন্দাহ ছায়া (ইন্দোনেশিয়া) ২১-১৬, ২১-১৫ হু পাং রন/চিয়াহ ইয়ে সি (মালয়েশিয়া)

** ব্রোঞ্জ পেলেন এলিনা-শাপলা

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর