Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবস কারাতে প্রতিযোগিতায় সেনাবাহিনী ও বিকেএসপি চ্যাম্পিয়ন


১৫ ডিসেম্বর ২০১৮ ১৯:১৩

।। স্পোর্টস ডেস্ক ।।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে ও টেক্স স্টাইল বিডি এর পৃষ্ঠপোষকতায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত দুই দিনব্যাপী বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা-২০১৮ শেষ হয়েছে।

শনিবার (১৫ ডিসেম্বর) প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং রানার্স আপ হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। রানার্স আপ হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এবং তৃতীয় হয়েছে বাংলাদেশ সিতোরিউ কারাতে দো ইউনিয়ন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের কর্মকর্তারা।

দুই দিনব্যাপী এবারের বিজয় দিবস কারাতে প্রতিযোগিতায় শিশু, ক্যাডেট, জুনিয়র ও সিনিয়র ৪টি বিভাগে ৭১টি ইভেন্টে ৪৪টি দল হতে সর্বমোট ৮৫০জন খেলোয়াড় অংশগ্রহণ করে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর