২৫ দেশকে নিয়ে শুরু আর্চারি চ্যাম্পিয়নশিপ
২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:০৫ | আপডেট: ১৮ মার্চ ২০১৯ ১৬:১২
।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।
শুরু হলো তৃতীয় আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র্যাংকিং আর্চারি চ্যাম্পিয়নশিপ। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি হামাদ কালকাবা মালবৌম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেহ আল গার্নাস, ওয়ার্ল্ড আর্চারির মহাসচিব টম ডেইলেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও প্রতিযোগিতার অর্গানাইজিং কমিটির মহাসচিব কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।
প্রতিযোগিতায় ২৫টি দেশ অংশগ্রহণ করছে। আয়োজনে সহযোগিতা করছে ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন।
প্রতিযোগিতায় কম্পাউন্ড ডিভিশন, পুরুষ একক, পুরুষ ও মহিলা একক, মহিলা দলীয় এবং মিশ্র দলীয় ইভেন্ট রাখা হয়েছে এবং প্রতি ডিভিশনের প্রতি সেকশনে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পদক প্রদান করা হবে।
২৬ ফেব্রুয়ারি শেষ হবে ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র্যাংকিং আর্চারি চ্যাম্পিয়নশিপ-২০১৯।
সারাবাংলা/এমআরপি