Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়ন নৌবাহিনী, রানার্সআপ সেনাবাহিনী


১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪৯ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৫তম জাতীয় সামার অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। এছাড়া, সেনাবাহিনী রানার্সআপ হয়েছে।

১৯টি স্বর্ণ, ১৫টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জসহ পদকসহ মোট ৪৫টি পদক লাভ করে নৌবাহিনী। এদিকে, সেনাবাহিনী ১৪টি স্বর্ণ, ১৩টি রৌপ্য এবং ১২টি ব্রোঞ্জ পদক লাভ করে রানার্সআপ হয়।

প্রতিযোগিতায় দ্রুততম মানবী নির্বাচিত হন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক নাবিক উপস্থিত ছিলেন।

অ্যাথলেটিক্স নৌবাহিনী সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর