Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামারফিল্ড ও টাইনি টটস’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক

সামারফিল্ড ও টাইনি টটস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক হামিদা বেগম।

প্রধান অতিথি লেখাপড়ার পাশাপাশি শিশু কিশোরদের ক্রীড়াঙ্গণে সক্রিয় হওয়ার আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ আনজুম হোসেন।

সম্মিলিত দৌড় প্রতিযোগিতায় ছেলেদের গ্রুপে রাফিউল আজম ও মেয়েদের গ্রুপে আয়শা সাখাওয়াত প্রথম স্থান অধিকার করেন। তারা দুজনই একদেশ শ্রেণীতে অধ্যায়নরত।

অর্ধদিবস এই আয়োজনে শতাধিক ছাত্রছাত্রী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। পরে অতিথিরা বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন। ছাত্রছাত্রীদের পাশাপাশি অবিভাবকরাও নানা প্রতিযোগিতায় অংশ নেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আনজুম হোসেন ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আরো বেশি অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনে তোমরাই জাতীয় অঙ্গনে অবদান রাখতে সক্ষম হবে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর