দুই কোরিয়া এক হলেও পরাজয় ঠেকাতে ব্যর্থ
১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:১৪
সারাবাংলা ডেস্ক
সদ্যই শুরু হওয়া শীতকালীন অলিম্পিকে উত্তর ও দক্ষিণ কোরিয়া এক পতাকার নিচে হেঁটেছে। কিন্তু, একই পোশাক পড়েও নিজেদের প্রথম ম্যাচেই হারতে হয়েছে কোরিয়ানদের। আইস হকিতে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ৮-০ গোলে হেরেছে কোরিয়ার নারী দলটি।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে দুই বছরেরও বেশি সময়ে দুই দেশের উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে আলাপ-আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দুই কোরিয়া মিলে তৈরি হবে কোরিয়া আইস হকি নারী দল। দল তৈরি হলেও পরাজয় দিয়েই শুরু হলো তাদের মিশন।
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দুই কোরিয়ার কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন স্টেডিয়ামে। খেলা শুরুর আগে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জ্যা নি ও উত্তর কোরিয়ার নেতা কিম জংয়ের ছোট বোন কিম ইউ জং সৌজন্য সাক্ষাত করেন।
সুইজারল্যান্ডের এলিনা মুলার একাই করেন ৪ গোল।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির কারণে গত কয়েক বছর ধরে কোরীয় উপত্যকায় উত্তেজনা বিরাজ করছিল। অবশ্য অলিম্পিকে এক পতাকা নিয়ে দুই কোরিয়ার অংশ নেয়ার ঘটনা এটিই প্রথম না। ২০০০ সালে সিডনিতে অনুষ্ঠিত অলিম্পিকে প্রথমবারের মতো দুই কোরিয়ার অ্যাথলেটরা একটি পতাকা নিয়ে মার্চ করেছিলেন। এছাড়া, ২০০৪ সালের এথেন্স অলিম্পিক ও ২০০৬ সালে ইটালিতে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকেও এক পতাকা নিয়ে মার্চ করেন দুই কোরিয়ার অ্যাথলেটরা। তবে ইভেন্টগুলোতে নিজ নিজ পতাকা নিয়েই লড়েছে দুই কোরিয়ার অ্যাথলেটরা। আর পদক জয়ের পর নিজ নিজ দেশের জাতীয় সংগীতে গলা মিলিয়েছেন তারা।
সারাবাংলা/এমআরপি