সাউথ এশিয়ান আর্চারিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ
২৭ মার্চ ২০১৮ ১৮:৫৯
সারাবাংলা ডেস্ক
বিকেএসপিতে চার দিনব্যাপী দি ব্লেজার বিডি বিকেএসপি তৃতীয় সাউথ এশিয়ান আর্চারি প্রতিযোগিতা-২০১৮ এ বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে।
চার দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন, ভারত ৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৩টি তাম্র পেয়ে রানার আপ এবং শ্রীলঙ্কা ৩টি তাম্র পদক পেয়ে তৃতীয় স্থান লাভ করেছে।
পাঁচ জাতির এ প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরেন শিকদার, এমপি। আরও উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান, আর্চারি ফেডারেশনের সাধারন সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।
বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় গত ২৪ মার্চ শুরু হয়েছিল এ প্রতিযোগিতা। টুর্ণামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিল দি ব্লেজার বিডি ও বিকেএসপি। ভারত, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান ও স্বাগতিক বাংলাদেশের মোট ৬৫ জন তীরন্দাজ অংশ নেন। রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে পুরুষ ও মহিলা মিলে ৬৫ জন আর্চার অংশ নেন। এর মধ্যে রিকার্ভ ইভেন্টে ২১জন পুরুষ ও ১৫ জন মহিলা এবং কম্পাউন্ড ইভেন্টে ১৮ জন পুরুষ ও ১১ জন অংশ নেন।
সারাবাংলা/এমআরপি