অ্যাথলেটদের গাঁজা সেবন বৈধতা পাবে কি?
১৫ সেপ্টেম্বর ২০২১ ২১:২০
ঢাকা: অ্যাথলেটদের গাঁজা সেবনকে বৈধতা দেওয়া যায় কি না, বিষয়টি পর্যালোচনা করে দেখছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ডব্লিউএডিএ)।
বুধবার (১৫ সেপ্টেম্বর) ডব্লিউএডিএ’র পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়েছে, গাঁজা বৈধতা পাবে কি না, এ সংক্রান্ত বৈজ্ঞানিক নিরীক্ষা শেষ হতে বছরখানেক লাগবে। তারপর সিদ্ধান্ত জানানো যাবে। এমন পরিস্থিতিতে, ২০২২ সাল পর্যন্ত অ্যাথলেটদের জন্য নিষিদ্ধ মাদকের তালিকায়ই থাকছে গাঁজা।
এর আগে, চলতি বছরের জুনে গাঁজা সেবনের কারণে টোকিও অলিম্পিকস থেকে ছিটকে যান যুক্তরাষ্ট্রের নারী দৌড়বিদ শা’ক্যারি রিচার্ডসন। এপ্রিলেই নারীদের ১০০ মিটার দৌড়ে ১০.৭২ সেকেন্ড সময় নিয়ে সর্বকালের দ্রুততম নারীদের তালিকায় ছয় নম্বরে উঠে এসেছিলেন ২১ বছরের শা’ক্যারি। অলিম্পিকসের ট্রায়ালেও দৌড়েছিলেন। সেই সময় তার নমুনা পরীক্ষায় গাঁজার অস্তিত্ব ধরা পড়ে। ওই মার্কিন অ্যাথলেট অভিযোগ স্বীকার করায় এক মাসের জন্যে সাসপেন্ড করা হয় তাকে।
পরে তিনি জানান, মায়ের মৃত্যুশোক কাটাতে গাঁজা ব্যবহার করেছিলেন।
তখন যুক্তরাষ্ট্রের অ্যান্টি ডোপিং সংস্থা এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ড সংস্থা শা’ক্যারির প্রতি সহানুভূতি জানিয়ে বলেছিল, গাঁজা তার পারফরমেন্সের উন্নতিতে কাজে না আসলেও; নিয়ম মেনে তাকে সাসপেন্ড করতেই হচ্ছে।
প্রসঙ্গত, ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির নিয়ম অনুযায়ী গাঁজা সেবন করলে চার বছর পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন অভিযুক্ত অ্যাথলেট। তবে তিনি যদি প্রমাণ করতে পারেন, গাঁজা পারফর্মেন্স বর্ধক হিসেবে ব্যবহার করা হয়নি; তাহলে শাস্তির মেয়াদ কমে চার মাস হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট অ্যাথলেট যদি ডাক্তারি পরামর্শ নিতে রাজি হন, তাহলে শাস্তি কমে দাঁড়ায় এক মাসের নিষেধাজ্ঞা।
সারাবাংলা/একেএম
ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ডব্লিউএডিএ) যুক্তরাষ্ট্রের নারী দৌড়বিদ শা'ক্যারি রিচার্ডসন