Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশেষ শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব সমাপ্ত


১০ এপ্রিল ২০১৮ ১৮:১০

সারাবাংলা ডেস্ক ।।

জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) ব্যবস্থাপনায় হয়ে গেল ‘বিশেষ শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব-২০১৮।’ ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা মঙ্গলবার (১০ এপ্রিল) শেষ হয়েছে।

শেষ দিনের বেশ কয়েকটি ইভেন্টের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল ফুটবল ম্যাচ। ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি (এনএএসপিডি) ও সুইড (সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব দ্য ইন্টেলেকচুয়ালি ডিসঅ্যাবল্ড) বাংলাদেশ। সুইড বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এনএএসপিডি।

হালকা বল নিক্ষেপ প্রতিযোগিতায় (বালিকা, ৬ থেকে ১০ বছর) প্রথম হন হাইকেয়ারের তাসমিয়া, দ্বিতীয় হন একই সংগঠনের জারা ও তৃতীয় হন রিয়া। ৭৫ মিটার দৌড় প্রতিযোগিতায় (বালক, ১১-১৫ বছর) প্রথম হন হাইকেয়ারের সাকিব, দ্বিতীয় হন হাইকেয়ারের ফাহিম রহমান। আর তৃতীয় হন ব্র্যাকের ফরিদ গাজী।

দৃষ্টি প্রতিবন্ধী ছেলেদের (৬-১০ বছর) ৫০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হন ব্র্যাকের মুরসালিন, দ্বিতীয় হন ব্র্যাকের জয় আর তৃতীয় হন ব্র্যাকের মুসতাকিম। ১১-১৫ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী মেয়েদের ৫০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হন ব্র্যাকের লতিফা, দ্বিতীয় হন ব্র্যাকের তানিয়া আর তৃতীয় হন একই প্রতিষ্ঠানের তামান্না। ১১-১৫ বছর বয়সী মেয়েদের ৭৫ মিটার হুইল চেয়ার দৌড় প্রতিযোগিতায় প্রথম হন সিআরপির সুমা, একই সংগঠনের রহিমা খাতুন দ্বিতীয় ও মাহমুদা তৃতীয় হন।

১৬-২২ বছর বয়সী ছেলেদের (শারীরিক প্রতিবন্ধী, হুইলচেয়ার) লৌহ গোলক নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম হন সিআরপির ইখোয়ান ঘুরী। একই প্রতিষ্ঠানের হামিদুল ইসলাম দ্বিতীয় ও শাহীন আলম তৃতীয় হন।

বিজ্ঞাপন

শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস এন্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির মহাসচিব ড. সেলিনা আক্তার।

সাধারণত প্যারা অলিম্পিকে যে সকল ডিসিপ্লিন থাকে সেসব ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের এই প্রতিযোগিতায় ২৬টি প্রতিবন্ধী সংস্থা ও সংগঠনের প্রায় তিন’শ বিশেষ শিশু-কিশোর অংশ নিয়েছে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর