Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেদের রেকর্ড ভেঙেই কিউইদের ৪০১

স্পোর্টস ডেস্ক
৪ নভেম্বর ২০২৩ ১৫:১৬

ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৮৩ রান করে বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে নিউজিল্যান্ড। এর মাত্র দুই সপ্তাহ পরেই নিজেদের রেকর্ড আবার নতুন করেই লিখেছেন কিউইরা। বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে অলিখিত কোয়ার্টার ফাইনালে খেলতে নেমে রাচিন রবীন্দ্রর দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৪০১ রানের পাহাড়সম পুঁজি দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড।

বেঙ্গালুরুতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় উইকেটে রাচিন রবীন্দ্র এবং কেইন উইলিয়ামসন মিলে ১৮০ রানের জুটি গড়েন। আর তাতেই বড় সংগ্রহের পথে থাকে কিউইরা। কেইন উইলিয়ামসন শতক থেকে মাত্র ৫ রান দূরে থাকতে ফিরলেও রাচিন তুলে নেন এবারের বিশ্বকাপে নিজের তৃতীয় সেঞ্চুরি। আর তাতেই নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৪০১ রানের বিশাল পুঁজি দাঁড় করায় কিউইরা।

বিজ্ঞাপন

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। এছাড়া একটি করে উইকেট নেন হাসান আলী, ইফতিখার আহমেদ এবং হারিস রউফ।

দারুণ শুরু এনে দিয়েছিলেন ওপেনার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। ওপেনিং জুটিতে তারা ৬৮ রান যোগ করেছেন। কনওয়ে ৩৫ রানে ফিরলে ভাঙে জুটি। তার পর রবীন্দ্র-উইলিয়ামসনের জুটি বড় স্কোরের মঞ্চ গড়ে দিয়েছে। তাদের থামানোর কোনও উপায় জানা ছিল না পাকিস্তানি বোলারদের। তাদের ওপর চড়াও হয়ে দ্রুত গতিতে রান তোলায় এই জুটিতেই ৩৪.২ ওভারে স্কোর দাঁড়ায় ১ উইকেটে ২৪৮। দুর্ভাগ্য ঝড়ো গতিতে খেলা উইলিয়ামসন ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। ৯৫ রানে ইফতিখারকে উঠিয়ে মারতে গিয়ে আউট হয়েছেন। তার ৭৯ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ২টি ছয়।

বিজ্ঞাপন

কিউই অধিনায়ক ব্যর্থ হলেও তার আগে টুর্নামেন্টে রেকর্ড তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন রাচিন। এক বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি পাওয়া প্রথম কিউই ক্রিকেটার এখন তিনি।

দুর্ভাগ্য উইলিয়ামসনের আউট ছন্দ পতন ঘটায় ইনিংসে। দ্রুত সময়ের মধ্যে আউট হন রাচিন রবীন্দ্র। ফেরার আগে ৯৪ বলে ১০৮ রানে আউট হন কিউই ওপেনার। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ১টি ছয়। তাতেও অবশ্য সমস্যা ছিল না। ইনিংসটা তিনশ ছাড়ায় ড্যারিল মিচেল ও মার্ক চাপম্যানের কল্যাণে। যদিও বেশিক্ষণ টেকেননি তারা। মিচেল ১৮ বলে ২৯ আর চ্যাপম্যান ২৭ বলে ৩৯ রান করে রান বাড়িয়ে নিতে অবদান রেখেছেন।

শেষে স্কোরটা চারশ পর্যন্ত গেছে গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনারের কার্যকরী ইনিংসে। ফিলিপস ৪টি চার ও ২ ছক্কায় ৩৫ বলে ৪১ রানে আউট হলেও অপরাজিত ছিলেন স্যান্টনার। ১৭ বলে ২৬* রান করেছেন স্পিনিং অলরাউন্ডার।

পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ ওয়াসিম। ৬০ রানে তিনটি উইকেট নিয়েছেন।পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ছিলেন শাহীন আফ্রিদি। ৯০ রানে কোনও উইকেট পাননি তিনি। হারিস রউফ ৮৫ রানে একটি উইকেট নিলেও অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন। এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা খাওয়ার রেকর্ডটি এখন তার দখলে। তাছাড়া একটি করে উইকেট নিয়েছেন হাসান আলী, ইফতিখার আহমেদও।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ নিউজিল্যান্ড বনাম পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর