Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছয় বছরে পা রাখলো লাল-সবুজের সমর্থক প্লাটফর্ম ‘এসবিএফ’


২৭ মার্চ ২০১৯ ০২:১৮

ঢাকা: দেশের ফুটবলের সমর্থনে এক দল ফুটবল পাগল ২০১৪ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গড়ে তোলেন একটি প্লাটফর্ম। যার নাম ‘সাপোর্টার্স অব বাংলাদেশ ফুটবল’। স্বাধীনতা দিবসের দিনেই যাত্রা শুরু করে এসবিএফ। আজকের (২৬ মার্চ) এই দিনে ছয় বছরে পা রাখলো দেশের ফুটবলপ্রেমীদের সংগঠনটি।

দেশের ফুটবলের সুসময় ফিরিয়ে আনতে নানান উদ্যোগে বছরব্যাপী সময় পার করা এই সংগঠন ষষ্ঠ বছরের যাত্রা শুরু করলো কেক কেটে।

বিজ্ঞাপন

রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে মঙ্গলবার (২৬ মার্চ) দেশের সাবেক তারকা ফুটবলার ও সংগঠকদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন এসবিএফ সংগঠনের সদস্য ও ফুটবল সমর্থকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত তারকা ফুটবলার মো: মহসীন, সাবেক জাতীয় তারকা ফুটবলার খন্দকার রাকিব, দেশের অন্যতম সেরা গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক সম্রাট মহিম, সাংগঠনিক সম্পাদক খলিল হোসেন, সদস্য কামরুল হাসান, নিলয়, অয়ন, আশিক, আরাফাতসহ আরও অনেকে।

সংগঠনকে শুভেচ্ছা জানিয়ে সাবেক ফুটবলাররা জানান, ফুটবলের প্রাণ সমর্থকরা। সংগঠনটি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশের ফুটবলকে এগিয়ে নিতে সবসময় কাজ করছে। এমন আনন্দের দিনে তাদের পাশে থাকতে পেরে সাবেক ফুটবলাররা আনন্দিত। এভাবে আরও নানা কাজে দেশব্যাপী ফুটবলের জাগরণ ও ঐতিহ্য ফেরাতে সংগঠনটি কাজ করবে সেই কামনাই করেন তারা।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৬শে মার্চ বাংলাদেশ ফুটবলকে সমর্থন করতেই দুটি অনলাইন গ্রুপ ও বাংলাদেশ ফুটবল টিম পেজের যাত্রা থেকেই সংগঠনে পরিণত হয় এসবিএফ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ/পিএ

এসবিএফ সাপোর্টার্স অব বাংলাদেশ ফুটবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর