কক্সবাজারে শুরু হয়েছে বিচ ফুটবল টুর্নামেন্ট
১৮ এপ্রিল ২০১৯ ১৪:৫০
‘ক্রীড়া দেয় সুস্থ দেহ সুন্দর মন’ এই স্লোগানে ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে ৮ বিভাগের অনূর্ধ্ব-১৫ নারী-পুরুষ ফুটবল দল অংশগ্রহণ করেছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সৈকতের সীগাল বিচ পয়েন্টে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন। উদ্বোধনী ম্যাচে সিলেট নারী দলকে ৩-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম বিভাগীয় নারী দল।
পর্যটন নগরীর বালিয়াড়িতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন খেলোয়াড় এবং পর্যটকদের জন্য বাড়তি আনন্দের বলে জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মো. মোমিনুর রহমান, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আগামীকাল বিকেল ৪ টায় ফাইনাল খেলার মাধ্যমে শেষ হবে এই ফুটবল টুর্নামেন্ট।
সারাবাংলা/এমআরপি