না ফেরার দেশে কোচ মীর ফারুক
৯ জুন ২০১৮ ১২:২৯
সারাবাংলা ডেস্ক ।।
বাংলাদেশের ফুটবলে বর্ষীয়ান কোচ হিসেবে পরিচিত মীর ফারুক হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়ানিল্লাহে রাজিউন)। না ফেরার দেশে যাওয়ার আগে সাবেক এই কোচ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এরপর তাকে নেওয়া হয়েছিল ডেলটা মেডিক্যাল হাসপাতালে, সেখানেই শনিবার দিবাগত রাত সাড়ে বারোটায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে মীর ফারুকের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ফুসফুসের ক্যান্সার সহ ও অন্যান্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চারপুত্র ও এক পুত্র বধু রেখে গিয়েছেন।
আরামবাগ, ইয়ংমেন্স ক্লাব, সকার ক্লাব ফেনী, রহমতগঞ্জ ও ফরাশগঞ্জসহ বেশ কয়েকটি ক্লাবে কোচের দায়িত্বে ছিলেন মীর ফারুক। অসুস্থ হওয়ার পর কোচিং থেকে বাইরে ছিলেন।
বাংলাদেশের অনেক তারকা ফুটবলার ও কোচের গুরু মীর ফারুক হোসেন। জাতীয় দলের সাবেক ও বর্তমান অনেক তারকা ফুটবলার ও কোচকে নিজেই তৈরি করেছেন তিনি।
সারাবাংলা/এসএন/এমআরপি