ম্যাচের আগে নেইমারের চুলে স্বর্ণলতা ফ্যাশন!
১৭ জুন ২০১৮ ১১:৩৫
সারাবাংলা ডেস্ক
খেলার মাঠে দৃষ্টি আকর্ষণ করার সেরা পথ খেলার নৈপুন্য। তাতে মোটেই কম যান না নেইমার, সে কথা ফুটবলপ্রেমি মাত্রই স্বীকার করবেন। তবে বিশ্বকাপ ফুটবলের আসরে খেলার পাশাপাশি ফ্যাশন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে সাম্প্রতিক বছরগুলোতে। সে ফ্যাশন আর কিছুতে নয়… চুলে। সেই ফ্যাশনেও কম যান না নেইমার। অতীতেও তার চুল দাঁড়ির নানা রূপ ভক্তরা দেখেছে। তাহলে এইবার! হ্যাঁ ভক্তদের কথা মাথায় রেখেছেন নেইমার। তাইতো রোববার বিশ্বকাপের প্রথম অ্যাপিয়ারেন্স সামনে রেখে নেইমার পাল্টিয়েছেন তার হেয়ার স্টাইল। রোস্টভে আজ বাংলাদেশ সময় মধ্যরাতে নেইমারকে দেখা যাবে সোনালী চুলে।
সবুজ ঝোপের ওপর স্বর্ণলতা ছেয়ে গেলে ঠিক যেমন একটা অপরূপ সৌন্দর্য তৈরি হয়… নেইমারের মাথাটিও ঠিক তেমনই দেখাচ্ছে এখন। কালো চুলের ওপর সোনালী লতার মতো বিছিয়ে থাকা চুলগুলো ভক্তদের মন কাড়বে নিশ্চয়।
তবে তার চেয়েও এই ফ্যাশন অন্য অর্থেও হবে বেশ উপকারী। সতীর্থ খেলোয়াড়রা অন্যদের ভিড়ে নেইমারকে সহজেই চিহ্নিত করতে পারবেন। সেটি এবারের বিশ্বকাপে ব্রাজিলকে বাড়তি সুবিধা দিলেও দিতে পারে।
বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলারকে মাঠে কিংবা টেলিভিশন স্ক্রিনে চিনে নিতে হবে না শত কোটি দর্শকেরও কোনও অসুবিধা।
নেইমার তার ফুটবল আইডল রোনালদোকেই বুঝি অনুসরণ করলেন। ২০০২ সালের বিশ্বকাপে রোনালদোর সেই অদ্ভুত চুলের ফ্যাশন…. গোটা মাথা ন্যাড়া বেল… সামনে গুটি কয় চুল… অনেকেরই মনে আছে নিশ্চয়।
সারাবাংলা/এমএম