Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিজিএ গলফ ওপেনের চ্যাম্পিয়ন বাদল


২৭ মার্চ ২০১৯ ১৯:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ পেশাদার গলফার অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) আয়োজনে অনুষ্ঠিত ‘প্রথম মার্সেল-বিপিজিএ ওপেন-২০১৯’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। এবারের এই প্রতিযোগিতায় চার রাউন্ডে পারের চেয়ে ১৯ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন সাভার গলফ ক্লাবের বাদল হোসেন।

পারের চেয়ে ১৪ শট কম খেলে রানার্স-আপ হয়েছেন মো. নাজিম (কুর্মিটোলা গলফ ক্লাব)। আর পারের চেয়ে ১৩ শট কম খেলে তৃতীয় হয়েছেন কুর্মিটোলা গলফ ক্লাবের দুলাল হোসেন। অ্যামেচার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ভাটিয়ারী গলফ অ্যান্ড ক্যান্ট্রি ক্লাবের মো. আব্দুল কাদির। আর অ্যামেচার নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক গলফার সোনিয়া আক্তার।

বিজ্ঞাপন

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন বাদল হোসেন পেয়েছেন ১ লাখ ৪০ হাজার টাকা। প্রতিযোগিতায় সর্বশেষ স্থান অর্জনকারী পেয়েছেন ১৪ হাজার টাকা। এ ছাড়া ট্রফি তো ছিলই।

সাভার গলফ ক্লাবে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মো. শিব্বির রাহমেদ, পিএসসি, কমান্ডার ৮১ পদাতিক ব্রিগেড সাভার সেনানিবাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট এসএম নুরুল আলম রেজভী। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশনের সভাপতি লে. কর্নেল খন্দকার আব্দুল ওয়াহেদ (অবঃ) ও সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আহসানুল হক মিয়া, এনডিসিসহ অন্যান্যরা।

এবারের প্রতিযোগিতায় ৭৩ জন পেশাদার গলফার, ১০ জন অ্যামেচার গলফার ও প্রথমবারের মতো সেনাবাহিনীর ৫ জন নারী গলফার অংশ নিয়েছিলেন। মূলত এপ্রিলে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু কাপ গলফ বাংলাদেশ ওপেনকে সামনে রেখেই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। যাতে বাংলাদেশের গলফাররা ভালোভাবে নিজেদের প্রস্তুত করতে পারেন। টুর্নামেন্টের প্রাইজমানি ছিল ১৩ লাখ টাকা।

সারাবাংলা/এমআরপি

গলফ বিপিজিএ