Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুর্মিটোলায় শুরু হলো গলফ টুর্নামেন্ট


২৪ জানুয়ারি ২০১৮ ১৭:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক

ঢাকা কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হলো City Bank American Express Dhaka Open 2018 এর ইভেন্ট। এই টুর্নামেন্টটি এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুর (এডিটি), প্রফেশনাল গল্ফ ট্যুর অব ইন্ডিয়া (পিজিটিআই) এবং বাংলাদেশ প্রফেশনাল গলফ অ্যাসোসিয়েশন (বিপিজিএ) দ্বারা ত্রি অনুমোদিত এবং বাংলাদেশ গলফ ফেডারেশন কর্তৃক স্বীকৃত।

টুর্নামেন্টে সর্বমোট ১১৩ জন পেশাদার গলফার অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ১৭ জন এডিটি, ৩৬ জন পিজিটিআই এবং ৬০ বিপিজি এর। ১৩ টি দেশের প্রতিযোগীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন।

এবারের টুর্নামেন্ট নিয়ে দেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান জানান, ‘দেশের মাটিতে খেলতে পারব বলে আমি খুব আনন্দিত এবং এর জন্য আমি পুরোপুরি প্রস্তুত।’ ভারতীয় গলফার শামিম খান জানান, ‘আমি বেশ কয়েকবার কেজিসি তে খেলেছি এবং আবারো খেলার সুযোগ পেয়ে আনন্দ বোধ করছি।’

বিজ্ঞাপন

থাইল্যান্ড এর গলফার আরজানাওয়াত বলেন, ‘আমি প্রথমবারের মতো কেজিসি তে খেলতে এসেছি এবং এই টুর্নামেন্ট নিয়ে আমি খুব উৎফুল্ল।’

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিটি উন্মোচন করেন টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়রা এবং বিপিজিএ, পিজিটিআই ও এডিটি র কর্মকর্তাগন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর