বঙ্গবন্ধু চ্যাম্পের ১২তম দিনের চমক
৯ এপ্রিল ২০১৯ ২২:০৫
ঢাকা: দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পের ১২ম দিনে ক্রিকেট-ফুটবলসহ বিভিন্ন ইভেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদদের অংশগ্রহণে এই জায়ান্ট টুর্নামেন্টের আজ বেশ কয়েকটি ইভেন্টের কোয়ার্টার ও সেমি ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) ফুটবলে নারী বিভাগের খেলা গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১ম খেলায় গণ বিশ্ববিদ্যালয় ২-০ গোলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে এবং অপর খেলায় নর্থ সাউথ ইউনিভার্সিটি ৫-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে।
অপরদিকে পুরুষ বিভাগের শেষ ১৬’র খেলায় ড্যাফোডিল ইনটারন্যাশনাল ইউনিভার্সিটি ৩-০ গোলে আমেরিকান ইনটারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরাজিত করে।
ক্রিকেটে পুরুষ বিভাগের খেলায় ইস্টার্ন ইউনিভার্সিটি ১৫ রানে ব্রিটানিয়া ইউনিভার্সিটিকে ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৬ উইকেটের ব্যবধানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিকে পরাজিত করে।
হ্যান্ডবলে নারী বিভাগের ১ম পর্বের খেলায় প্রতিপক্ষ দল অনুপস্থিত থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করা হয়।
ভলিবলে পুরুষ বিভাগের কোয়ার্টার ফাইনাল খেলায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ২-০ সেটে গণ বিশ্ববিদ্যালয়কে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২-০ সেটে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ২-০ সেটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে। অন্যদিকে প্রতিপক্ষ দল অনুপস্থিত থাকায় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বিজয়ী ঘোষণা করা হয়।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায়, পুরুষ (একক) বিভাগের সেমি ফাইনাল খেলা আজকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১ম সেমি ফাইনালে ড্যাফোডিল ইনটারন্যাশনাল ইউনিভার্সিটি ২-০ সেটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে ও ২য় সেমি ফাইনালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২-০ সেটে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিকে পরাজিত করে ফাইনালে পদার্পন করে। পরবর্তীতে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ২-১ সেটে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিকে পরাজিত করে তৃতীয় স্থান অধিকার করে।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায়, পুরুষ (দ্বৈত) বিভাগের সেমি ফাইনাল খেলাও আজকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১ম সেমি ফাইনালে ড্যাফোডিল ইনটারন্যাশনাল ইউনিভার্সিটি ২-০ সেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ও ২য় সেমি ফাইনালে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ২-০ সেটে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে ফাইনালে পদার্পন করে। পরবর্তীতে তৃতীয় স্থান নির্ধারনী খেলায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ২-১ সেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে তৃতীয় স্থান অধিকার করে।
উল্লেখ্য, ২৯ মার্চ থেকে ১৭ এপ্রিল- ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিকস, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং ও ব্যাডমিন্টনসহ ১০টি ইভেন্টের সমন্বয়ে প্রথম বছরের প্রথম আসরে দেশের মোট ৬৫ বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়।
সারাবাংলা/জেএইচ