জাপান বিশ্বকাপ রাগবি উপলক্ষে র্যালি ও প্রদর্শনী ম্যাচ
১৫ জুন ২০১৯ ১৩:৪৩
আগস্টে জাপানে বসতে যাচ্ছে বিশ্বকাপ রাগবি-২০১৯। এ উপলক্ষে শনিবার (১৫ জুন) বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর পক্ষ থেকে হান্ড্রেড ডে (১০০ দিনের কাউন্টডাউন) উপলক্ষে একটি র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম প্রদক্ষিণ শেষে ফেডারেশন এর সামনে এসে শেষ হয়। প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান দূতাবাসের সংস্কৃতি বিষয়ক প্রধান মাচিকো ইয়ামামুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়াশনের উপ মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর, রাগবি ফেডারেশন ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল জাহির স্বপন, সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।
র্যালি শেষে পল্টন মাঠে চার দলের অংশগ্রহণে সেভেন সাইড প্রদর্শনী রাগবি ম্যাচ অনুষ্ঠিত হয়।
সারাবাংলা/এমআরপি